Sreemoyee: একমাত্র মেয়েকে কোলে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী পড়তে ব্যস্ত শ্রীময়ী! ভাইরাল ভিডিও

Sreemoyee: ছোট্ট কৃষভিকে কোলে নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক! সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাড়ির যে কোনো পুজোতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। সমস্ত কাজ নিজের হাতে করে থাকেন তিনি।

আর এবার যেহেতু বিয়ের পর প্রথম লক্ষ্মীপুজো ছিল তাই সেটি আরো বিশেষ হয়েছিল তার জন্য। সমস্ত নিয়মকানুন মেনে মা লক্ষ্মীর আরাধনা করেছেন তিনি। এবং শেষে মেয়েকে কোলে বসিয়ে পাঁচালী পড়তেও দেখা গিয়েছে তাকে। যে ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যায় ভীষণ নিষ্ঠার সাথে পাঁচালী পড়ছেন তিনি। আর পাশে বসে রয়েছেন তার মা। নিজের বাড়িতে পুজো করার পাশাপাশি কাঞ্চন এবং শ্রীময়ী মিলে পৌঁছে গিয়েছিলেন সোহমের বাড়িতে। যেখানে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিল। প্রচুর তারকাদের সমাগম হয়েছিল সোহমের বাড়িতে।

সেসব ছবি ও ভিডিও উঠে এসেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিন সাবেকি সাজে দেখা যায় শ্রীময়ীকে। আটপৌরে শাড়ি, সোনার গয়না, শাঁখা-পলা আলাদা মাত্রা যোগ করেছিল তার সাজে। যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। অন্যদিকে কাঞ্চনকে দেখা গিয়েছে সাদা রঙের পাঞ্জাবীতে।

তাদের নিয়ে যতই কটাক্ষ করা হোক না কেন নিজেদের জীবন কিন্তু ভরপুর উপভোগ করছেন এই জুটি। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো সমস্ত অনুষ্ঠান দু’জনে ভীষণই আনন্দের সাথে কাটিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে ঘুরেছেন এই প্যান্ডেল থেকে সেই প্যান্ডেল। এছাড়াও কাঞ্চনের বিভিন্ন সিনেমার পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের।

error: Content is protected !!