Sreemoyee-Kanchan: খরাজ মুখার্জীর ছেলের রিসেপশনে হাজির কাঞ্চন-শ্রীময়ী, নবদম্পতির উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

Kanchan-Sreemoyee: খরাজ মুখার্জির ছেলে বিহু মুখার্জির বিয়েতে উপস্থিত কাঞ্চন মল্লিক (Kanchan) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। নবদম্পতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেও দেখা গিয়েছে তাদের। অভিনেতা খরাজের ছেলের রিসেপশনে রীতিমতো চাঁদের হাট বসে গিয়েছিল। উপস্থিত ছিলেন বলিউডের তারকা থেকে শুরু করে পরিচালকেরা।

বাদ যাননি কাঞ্চন-শ্রীময়ী। এদিন বিশেষ সেজেগুজে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় দু’জনকে। সেখান থেকে বেরোনোর সময় তাদের যখন জিজ্ঞেস করা হয় নবদম্পতির উদ্দেশ্যে কী বার্তা দেবেন, কাঞ্চন বলেন, ‘বিহু আমার ছেলের মতো। ওকে আমি জন্মাতে দেখেছি। বেশি কিছু বলবো না, শুধু বলবো জীবনটাকে রাজার মতোন উপভোগ করো।’

অন্যদিকে শ্রীময়ী বলেন, ‘আমি এখনই বেশি কিছু বলতে পারবো না কারণ আমার বিয়ের সদ্য দুবছরও হয়নি। তবে ওরা ভীষণ উন্নত আশা করি সবটা গুছিয়ে নিতে পারবে।’ এদিন মল্লিক দম্পতিকে লাগছিলও বেশ দেখতে, কাঞ্চন পরেছিলেন একটি কালো রঙের শেরওয়ানি। অন্যদিকে শ্রীময়ীর পরনে ছিল নীল রঙের বেনারসী।

জমকালো সাজে সকলের সাথে অনুষ্ঠান উপভোগ করেছেন তারা। অন্যান্য অভিনেতা দেব, রুক্মিণী এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির সাথেও ছবি তুলতে দেখা গিয়েছে সকলকে। এক কথায় বলতে গেলে গোটা টলিউড ইন্ডাস্ট্রি এদিন উপস্থিত হয়েছিল খরাজ মুখার্জির ছেলের রিসেপশনে।

উল্লেখযোগ্,য কাঞ্চন এবং শ্রীময়ী বরাবরই বৈবাহিক জীবন নিয়ে বেশ উচ্ছ্বসিত। তারা কখনই জীবনকে আপোষ করে বাঁচতে চান না বরং ইচ্ছে মতো বাঁচতে পছন্দ করেন। অতীতে কী হয়েছে সেসব নিয়ে মাথা ঘামান না, বর্তমানটাকে ভরপুর উপভোগ করছেন এই জুটি।

আরও পড়ুন
নিঃশব্দ বিদায়ে ধর্মেন্দ্র: দুই পরিবারের দূরত্বে প্রশ্ন, হেমার আলাদা প্রার্থনাসভা ঘিরে চর্চা

#Sreemoyee #Kanchan

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক