মনই হলো সবচেয়ে বড়ো সীমাবদ্ধতা! কেন এমনটা বললেন শ্রীময়ী? জানুন

মানুষের মনই হলো তাদের সবথেকে বড়ো সীমাবদ্ধতা! এমনটাই জানালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এবার হয়তো আপনার মনে আসতে পারে কী কারণে এমনটা বললেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। কোনো মুহূর্তকেই ভাগ করতে ভোলেন না সকলের সাথে।

সম্প্রতি সেরকমই একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। যেখানে তাকে বেশ সাহসী অবতারে দেখা গিয়েছে। পরনে শর্টস এবং টিশার্ট। আর ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘তোমার মনই হলো তোমার সবথেকে বড়ো সীমাবদ্ধতা।’ যার দ্বারা অভিনেত্রী বোঝাতে চেয়েছেন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারেন।

তবে নিজের মনের দোটানোর কারণে সেসব থেকে বঞ্চিত থাকেন। যদিও এগুলো থেকে দূরেই থাকেন অভিনেত্রী। কারণ, যদি আমরা তার জীবন দেখি তাহলে স্পষ্ট বোঝা যায় কখনোই অন্যের কথা মতোন চলেন না তিনি বরং নিজে যেমনভাবে বাঁচতে চান ঠিক তেমনভাবেই জীবন তৈরি করেছেন।

অন্যদিকে এর আগে আরও একটি সাহসী ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে। মূলত স্বামী কাঞ্চনের সাথে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই একটি খোলামেলা ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তাকে। এক কথায় বলতে গেলে জীবনটাকে ভরপুর উপভোগ করছেন শ্রীময়ী।

এই কারণে যদিও তাকে নানান কটাক্ষ শুনতে হয়। তবে কখনোই সেগুলোকে গুরুত্ব দেন না বরং স্বামী এবং একমাত্র কন্যা কৃষভিকে নিয়ে তার ভরা সংসার। একদিকে যেমন স্বামী, সন্তানের সাথে সংসার করছেন অন্যদিকে কাজেও ফিরে গিয়েছেন।

error: Content is protected !!