Sreemoyee-Kanchan: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একমাত্র কন্যার একদিন বয়সের মুহূর্ত তুলে ধরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যা দেখার পর সকলের মুখে একটাই কথা জন্মের সময় থেকেই তাকে কাঞ্চনের মতো দেখতে। শিশু দিবস উপলক্ষ্যে কন্যা কৃষভির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
এছাড়াও সেখানে তার বোনঝিদের ছবিও তুলে ধরেছেন। তার ঠিক কিছুক্ষণ পরেই কন্যার একদিনের একটি ভিডিও পোস্ট করেছেন। যার ক্যাপশনে লিখে দিয়েছেন তখন কৃষভির বয়স মাত্র একদিন। ভিডিওতে দেখা যায় কাঞ্চন তাকে মা মা বলে ডাকছেন। আর সেই ডাকে যেন সারা দিতেই হাত পা নাড়ছিল কৃষভি।
ভিডিওটি দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকে বলছেন ভীষণই মিষ্টি দেখতে কাঞ্চন ও শ্রীময়ীর মেয়েকে। আসলে তাদের নিয়ে যতই সমালোচনা করা হোক না কেন কৃষভিকে নিয়ে কোনো সময় কটাক্ষ করেন না নেটিজেনরা। অন্যদিকে শিশু দিবস উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী।
যার ক্যাপশনে লেখা, ‘তোমার হাসি যেন কখনো ম্লান না হয় এবং তোমার স্বপ্ন যেন কখনো মরে না যায়। তুমিই সেই ভবিষ্যৎ যার জন্য পৃথিবী অপেক্ষা করছে। আমাদের জীবনকে রঙিন করে তোলা তরুণ আত্মাদের, শিশু দিবসের শুভেচ্ছা! তোমরা প্রত্যেকে ভালোবাসা, হাসি এবং নিজের মতো হওয়ার সাহস নিয়ে বেড়ে ওঠো।’
আমরা সকলেই জানি শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারাই একসময় দেশ গড়বে। তাইতো তাদের উদ্দেশ্যেই শিশু দিবস উদযাপন করা হয়। সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকেই তাদের সন্তানদের ছবি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুভেচ্ছা জানিয়েছেন এই বিশেষ দিনটির।
FAQ
1. প্রশ্ন: অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ হঠাৎ ভাইরাল হলেন কেন?
উত্তর: তিনি কন্যা কৃষভির একদিন বয়সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন
দীপিকার মাধুর্য, রণবীরের চঞ্চলতা—বিপরীত স্বভাবেই মিল খুঁজে পান জুটি
2. প্রশ্ন: ভিডিওটিতে কী দেখা গেছে?
উত্তর: ভিডিওতে দেখা যায় কাঞ্চন ‘মা মা’ বলে ডাকছেন এবং সেই ডাকে শিশুটি হাত-পা নাড়িয়ে সাড়া দিচ্ছে।
3. প্রশ্ন: নেটিজেনরা শিশুটিকে কেন ‘কাঞ্চনের মতো’ বলছেন?
উত্তর: কারণ জন্মের পর থেকেই কৃষভির চেহারায় বাবার (কাঞ্চন) সঙ্গে প্রচণ্ড মিল দেখা যাচ্ছে।
4. প্রশ্ন: শিশু দিবসে শ্রীময়ী কী কী পোস্ট করেছেন?
উত্তর: তিনি কৃষভির বেশ কয়েকটি ছবি এবং তার বোনঝিদের ছবিও পোস্ট করেছেন।
5. প্রশ্ন: শ্রীময়ীর শিশু দিবসের ক্যাপশনে কী বার্তা ছিল?
উত্তর: তিনি আশীর্বাদ করে লিখেছেন— “তোমার হাসি যেন ম্লান না হয়, তোমার স্বপ্ন যেন না মরে। ভবিষ্যৎ তোমাদের হাতেই।”
6. প্রশ্ন: নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: নেটিজেনরা কৃষভিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং বলেছেন— সে ভীষণ মিষ্টি।
7. প্রশ্ন: শ্রীময়ী–কাঞ্চন দম্পতি নিয়ে বিতর্ক থাকলেও কৃষভিকে নিয়ে কটাক্ষ হয় কি?
উত্তর: না, নেটিজেনরা কখনোই শিশুকে নিয়ে কটাক্ষ করেন না; বরং সবার কাছেই সে আদরের।
8. প্রশ্ন: শিশু দিবসে সেলিব্রিটিরা কেন তাদের সন্তানের ছবি পোস্ট করেন?
উত্তর: এই দিনটিতে শিশুদের গুরুত্ব, ভালোবাসা, আশীর্বাদ ও ভবিষ্যতের প্রতি আশাবাদ তুলে ধরতে।
9. প্রশ্ন: শ্রীময়ীর পোস্টে সবচেয়ে আলোচিত বিষয় কোনটি?
উত্তর: কৃষভির জন্মের এক দিনের ভিডিও— যা অত্যন্ত আবেগঘন ছিল এবং সবাইকে ছুঁয়ে গেছে।
10. প্রশ্ন: শিশু দিবস কেন উদযাপন করা হয়?
উত্তর: কারণ শিশুরাই ভবিষ্যতের ভিত্তি। তাদের নিরাপত্তা, শিক্ষা, আনন্দ ও স্বপ্ন বাস্তবায়নের গুরুত্ব মনে করিয়ে দিতে।
#Sreemoyee #Kanchan #Childrensday
