Sreemoyee: শ্রীময়ীর (Sreemoyee) বিশেষ জিনিস চুরি করেছেন তার স্বামী কাঞ্চন মল্লিক (Kanchan)। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। এবার হয়তো ভাবছেন এই অভিনেতা তার স্ত্রীর কাছ থেকে কী এমন চুরি করতে গেলেন? আসলে হৃদয় চুরি করার কথা বলেছেন অভিনেত্রী। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করেছেন এই জুটি।
যদিও তাদের সম্পর্কে একাধিক জটিলতা ছিল। আগে থেকেই বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কাঞ্চন। সেখান থেকে পরকীয়ার তকমা এবং অবশেষে কাঞ্চনের সাথে গাঁটছড়া বাঁধা। সবমিলিয়ে বলতে গেলে প্রচুর চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন শ্রীময়ী। তবে এসব করার পেছনে একটাই কারণ ছিল।
তার মন চুরি করে নিয়েছিলেন কাঞ্চন। তাকে ভালোবেসে সমস্ত সমালোচনা, কটাক্ষ পার করে সুখে সংসার করছেন অভিনেত্রী। এরই মাঝে পোস্ট করেছেন একটি ভিডিও। যেখানে দেখা যায় জনপ্রিয় গান ‘চুরি ছাড়া কাজ নেই’তে রিল ভিডিও তৈরি করেছেন তিনি। সাথে দিয়েছেন দুর্দান্ত এক্সপ্রেশন।
আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার মন ইতিমধ্যে চুরি করে নিয়েছে আমার দুই প্রেম কৃষভি ও কাঞ্চন।’ আসলে তিনি বোঝাতে চেয়েছেন তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ হলো কৃষভি এবং তার স্বামী। তারাই তার হৃদয়ের সমস্ত জায়গা দখল করে রেখেছেন।
ভিডিওটি দেখার পর তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তাকে দুর্দান্ত লাগছে দেখতে। আসলে তিনি এই সাজে গিয়েছিলেন তথাগত এবং ডিম্পলের রিসেপশন পার্টিতে। সেখান থেকে বাড়ি ফিরে এই ভিডিওটি তৈরি করেন। যেখানে তার কন্যা কৃষভিকেও দেখা গিয়েছে।
#Sreemoyee #Kanchan #Krishvi