সম্প্রতি এবার গ্ল্যাম লুকে ধরা দিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং তার স্বামী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। সে ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তার জৌলুস যেন বেড়ে গিয়েছে বহুমাত্রায়। যা বোঝা যায় তার বিভিন্ন ছবি দেখলেই।
কয়েকদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর কাজ শুরু করে দিয়েছেন তিনি। এছাড়াও স্বামীর সাথে একান্তে সময় কাটাতে বেরিয়ে পড়ছেন এদিক-ওদিক। ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছেন তারা। তার ঠিক পরেই দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
যার একটিতে রয়েছেন কাঞ্চন এবং শ্রীময়ী। কাঞ্চনের পরনে ব্লেজার এবং শ্রীময়ী পরেছেন গোলাপী রঙের কোট-প্যান্ট। আত্মবিশ্বাসের সাথে পোজ দিতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। আবার কখনো স্বামীর দিকে গভীর প্রেমে তাকিয়ে রয়েছেন। তিনি সবমিলিয়ে দু’জনকে বেশ লাগছিল ছবিগুলোতে।
উল্লেখযোগ্য কয়েকদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি, যার নাম রেখেছেন কৃষভি। তবে তিনি যে অন্তঃসত্ত্বা তা কেউই জানতেন না। হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে তারা এই সুখবর ভাগ করে নেন সকলের সাথে। যদিও তাদের বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার সময় হিসাব করলে এটাই স্পষ্ট হয় বিয়ের আগে থেকেই অন্তঃসত্তা ছিলেন অভিনেত্রী।
হয়তো সমালোচনা এড়াতে সকলের থেকে বিষয়টি লুকিয়ে রেখেছিলেন তারা। যদিও প্রকাশ্যে আসতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ যেমন তুমুল কটাক্ষ করেছেন, আবার কেউ কেউ তাদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী জীবনের জন্য।