কাঞ্চনের আগের পক্ষের সন্তান নিয়ে মুখ খুললেন তার বর্তমান তথা তৃতীয় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে গভীর মন্তব্য করতে দেখা যায় তাকে। এবারও সেরকমই কিছু কথা তিনি তুলে ধরেছেন সকলের সামনে। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে সঞ্চালিকা তাকে প্রশ্ন করেন, ‘কাঞ্চনের দুই সন্তান একজন ওশ, একজন কৃষভি। মেয়ের সাথে সে সবসময় থাকছে, সময় কাটাতে পারছে। কিন্তু ছেলের কাছে যেতে পারছে না। এতে কাঞ্চনের কোথাও খারাপ লাগা আছে?’ যা শোনার পর শ্রীময়ী বলেন, ‘একদম ১০০ শতাংশ। কাঞ্চন চেয়েছিল বিচ্ছেদের পরেও যেন সে তার ছেলের কাছে যেতে পারার অধিকার পায়।’
‘আমি এখন নিজে মা হওয়ার পর আমার মেয়েকে যা শিক্ষা দেবো, সেই শিক্ষাতেই সে বড়ো হয়ে উঠবে। আমি অভাবেই বড়ো হয়েছি। উত্তর কলকাতার মেয়ে আমি। আমি ভাবতেই পারবো না আমার বাবা-মা অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আমার সাথে কখনো এরকম হয়নি তাই আমি এই বিষয়টা ভাবতেও পারি না।’
‘ওদের ক্ষেত্রে যেটা হলো সেটা একান্ত ওর মায়ের ইচ্ছে। কারণ, ও এখন নাবালক। তুমি যদি আমার ক্ষেত্রে বলো আমার সাথে যদি এরকম হয় আমারও তো এক সন্তান রয়েছে সেক্ষেত্রে আমি কী করবো? আমাদের দু’জনের সম্পর্কের মধ্যে আমি ওকে কখনোই একতরফা করবো না। কারণ আমার মেয়ে কৃষভি আমাকে বলেনি এসো এসো আমাকে পৃথিবীর আলো দেখাও।’
‘আমার আর কাঞ্চনের মিলিত সিদ্ধান্ত। তাহলে তো আমি আর কাঞ্চন দুটো দিন ভালো সময় কাটিয়েছি। সেখানে কোথাও সম্পর্কে চিড় ধরলো বা বনিবনা হলো না। সেখান থেকে যদি আমি বেরিয়ে যাই বলি মেয়ে আমার? বাবার অবদান থাকতে হবে, মায়ের অবদানও থাকতে হবে। না হলে সন্তানটাই জন্মাতো না।’
তবে এই ভিডিও উঠে আসতেই কমেন্টবক্সে রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। প্রত্যেকের মুখে একটাই কথা, ‘আপনি তো সব জেনেবুঝেই কাঞ্চনের জীবনে গিয়েছিলেন। আপনার পরিবারের কোনো শিক্ষা নেই? আপনার জন্যই একটা সংসার ভেঙেছে।’ আরেকজন বলেছেন, ‘পিঙ্কি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ছেলেকে বাবার কাছে না আসতে দিয়ে।’