সম্প্রতি এবার ভালোবাসার সংজ্ঞা জানালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই কথা তুলে ধরলেন তিনি। আমরা সকলেই জানি ভালোবাসাকে অন্য চোখে দেখেন এই অভিনেত্রী। সেখানে যে বয়স নেহাতই সংখ্যামাত্র তা আগেই প্রমাণ করে দিয়েছেন তিনি।
কারণ, দীর্ঘ ২৬ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও ভালোবাসার কারণেই তিনি বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিককে। যা নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সেসব কিছুকে তোয়াক্কা না করে স্বামীর সাথে সুখে সংসার করছেন তিনি। সম্প্রতি এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
তার ক্যাপশনে জানিয়েছেন ভালোবাসার সংজ্ঞা। এদিন অভিনেত্রীকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে। হলুদ স্লিভলেস ব্লাউজ, হলুদ শাড়িতে অপরূপা লাগছিল তাকে দেখতে। সাথে সিঁথিভর্তি সিঁদুর তাকে ভীষণই লাবণ্যময়ী করে তুলেছিল। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘যখন অন্য কারোর সুখ তোমার সুখে পরিণত হয় সেটাই ভালোবাসা।’
আসলে তিনি বোঝাতে চেয়েছেন মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি নিজেকে ভুলে যান। তার মনের মানুষের ভালো থাকা, ভালো হওয়া সেই সবই প্রধান হয়ে ওঠে তার জন্য। তবে শুধু এই অভিনেত্রীর কথাই নয় যদি আমরা ভালোবাসার সঠিক সংজ্ঞা জানতে চাই তাহলে এটাই দাঁড়ায়।
যেটি দেখার পর বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। প্রথমদিকে তাদের নিয়ে তোমার সমালোচনা করলেও ধীরে ধীরে তাদের প্রশংসাই করতে দেখা যাচ্ছে সকলকে। কারণ, হাজারো সমালোচনায় কখনোই টলমল করেনি তাদের সম্পর্ক বরং এক কন্যা সন্তান নিয়ে তাদের আনন্দ দ্বিগুণ হয়েছে।