মা-বাবার দ্বিতীয় বিয়ে আয়োজন করলেন শ্রীমা

বিয়ের ৩০ বছর পূর্তিতে মা-বাবার জন্য বিশেষ চমক দিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। নিজ হাতে রান্না থেকে শুরু করে দ্বিতীয় বিয়ের আয়োজন—সবই করলেন তিনি।

মা-বাবার বিয়ের ৩০ বছরের পূর্তি। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই বিশেষ পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। কাজের ব্যস্ততার কারণে সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না, তাই দিনটিকে পুরোপুরি পরিবারের জন্য উৎসর্গ করলেন তিনি।

শ্রীমা জানান, আগে থেকেই মা-বাবার জন্য দ্বিতীয় বিয়ের পরিকল্পনা ভেবে রেখেছিলেন তিনি ও তাঁর ভাই। সকালে উঠে নিজে হাতে রান্না করেন, সাজিয়ে তোলেন পুরো ঘর। অভিনেত্রী বলেন, “মা-বাবা কিছুই জানতেন না। সবটাই আমি আর ভাই মিলে পরিকল্পনা করেছিলাম।”

মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল শ্রীমার মায়ের। তাই মা-মেয়ে প্রায় একসঙ্গেই বড় হয়েছেন। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “মা-বাবার দ্বিতীয় বার বিয়ে। এ বার আমি আর আমার ভাই দু’জনের উপস্থিতিতে বিশেষ কাজটি হল।”

শ্রীমা আরও বলেন, “শ্রী স্বামী নারায়ণ মন্দিরে নিয়ে গিয়েছিলাম মা-বাবাকে। চুপিচুপি মালাও নিয়ে গিয়েছিলাম। ওঁরা তো ভেবেছিলেন ঠাকুরের জন্য কিনেছি। মা যা লজ্জা পেয়েছে কাল।”

বিবাহবার্ষিকীর দিনে বাবাকে নতুন দাঁতের সেট উপহার দিয়েছেন তিনি, আর মায়ের জন্য কিনেছেন হাঁটুর ব্যথা উপশমের জিনিস। শেষে গঙ্গার ধারের এক বিশেষ রেস্তরাঁয় নিয়ে গিয়ে খাওয়ান মা-বাবাকে। পরিবারের মুখে হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী জানান, এই মুহূর্তটাই তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ।

বিনোদন
প্রথমবার বোন কাব্য’র কাছ থেকে ভাইফোঁটা নিল কবীর, সোশ্যাল মিডিয়ায় মিষ্টি মূহুর্ত ভাগ করে নিলেন মা কোয়েল মল্লিক

#SrimaBhattacharya #AnniversaryCelebration #Tollywood #FamilyLove #ViralPost

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক