Document Recovery: বিহারের পর দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এই আবহে অনেকের মনে প্রশ্ন—যদি আধার, ভোটার কার্ড বা জাতিগত শংসাপত্র হারিয়ে যায়, তাহলে কীভাবে তা ফের পাওয়া যাবে? নথি না থাকলে বাড়ছে উদ্বেগও। জেনে নিন জরুরি নথি পুনরুদ্ধারের সহজ উপায়।
আধার কার্ড হারালে করণীয়
হারানো আধার ফের পেতে যেতে হবে UIDAI–এর সরকারি ওয়েবসাইটে।
১. ভিজিট করুন uidai.gov.in
২. যান Aadhaar Online Services-এ
৩. ক্লিক করুন Retrieve Lost UID/EID
৪. নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে তথ্য জমা দিন
৫. মোবাইলে আসবে OTP
৬. OTP যাচাই হলেই UID/EID ইমেলে চলে আসবে
এরপর সহজেই ডাউনলোড করা যাবে ই-আধার।
ভোটার কার্ড হারালে কী করবেন?
ভোটার আইডি ফেরত পাওয়া আরও সহজ।
১. গুগল প্লে স্টোর থেকে Voter Helpline অ্যাপ ডাউনলোড করুন
২. মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার ও লগইন করুন
৩. যান Search Your Name in Electoral Roll-এ
৪. মোবাইল, EPIC নম্বর বা ব্যক্তিগত তথ্য দিয়ে সার্চ করুন
৫. পেয়ে যাবেন ই-ভোটার কার্ড
যাদের EPIC নম্বর মনে নেই, তাদের জন্য Search by Details সবচেয়ে কার্যকর।
জাতিগত শংসাপত্র ডাউনলোড করবেন যেভাবে
SC/ST/OBC/EWS সার্টিফিকেট ফেরত পেতে:
১. ভিজিট করুন castcertificatewb.gov.in
২. ক্যাটেগরি নির্বাচন করুন (SC/ST/OBC/EWS)
৩. Download Certificate অপশন সিলেক্ট করুন
৪. সার্টিফিকেট নম্বর ও নাম লিখে সাবমিট করুন
সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন শংসাপত্র।
ডিজিলকারে মিলবে আরও নথি
যে নথিগুলি আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কড, সেগুলি DigiLocker অ্যাপে লগইন করলেই পাওয়া যাবে ডিজিটালি। স্কুল সার্টিফিকেট থেকে লাইসেন্স—সবই নিরাপদে সংরক্ষিত থাকে।
এসআইআরে লাগবে যে সব নথি
এসআইআর যাচাইয়ের জন্য যেসব ডকুমেন্ট ব্যবহার করা যেতে পারে—
সরকারি পরিচয়পত্র
১ জুলাই ১৯৮৭–এর আগের সরকারি নথি
বার্থ সার্টিফিকেট
পাসপোর্ট
বোর্ড/বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
ডোমিসাইল সার্টিফিকেট
ফরেস্ট অফিসারের দেওয়া সার্টিফিকেট
কাস্ট সার্টিফিকেট
এনআরসি সার্টিফিকেট (যদি থাকে)
সরকারি পারিবারিক রেজিস্টার
সরকারি জমি/বাড়ির দলিল বা পর্চা
এসআইআরের সময় নথি হারিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সব নথিই অনলাইনে পুনরুদ্ধারের ব্যবস্থা রয়েছে—শুধু জানতে হবে সঠিক পথ।
আরও পড়ুন
BLO বাড়িতে এসে দিয়েছে SIR ফর্ম? জমা না দিলে কী হবে? ফর্ম পূরণের সঠিক নিয়ম
FAQ
১. SIR কী?
SIR হলো Special Identification Report, নাগরিকের পরিচয় যাচাইয়ের একটি সরকারি প্রক্রিয়া।
২. কোন কোন রাজ্যে SIR শুরু হয়েছে?
বিহারের পর দেশের একাধিক রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গেও প্রক্রিয়া শুরু হয়েছে।
৩. SIR কেন করা হচ্ছে?
নাগরিকের পরিচয়, নথি এবং নিবন্ধনের সঠিকতা পর্যালোচনার জন্য।
৪. SIR-এর জন্য কোন কোন নথি দরকার?
সরকারি পরিচয়পত্র, জন্মতারিখ-যুক্ত সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।
৫. আধার কার্ড না থাকলে কি SIR করা যাবে?
হ্যাঁ, তবে অন্য বৈধ পরিচয়পত্র দিতে হবে।
৬. আধার কার্ড হারালে কোথা থেকে পাব?
UIDAI ওয়েবসাইট থেকে ই-আধার ডাউনলোড করা যাবে।
৭. আধার ডাউনলোডের জন্য কী কী লাগবে?
নাম, মোবাইল নম্বর/ইমেল এবং OTP।
৮. ভোটার কার্ড হারালে কী করব?
Voter Helpline অ্যাপ থেকে ই-ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।
৯. ভোটার কার্ড সার্চ করতে EPIC নম্বর না জানলে?
Search by Details অপশন ব্যবহার করতে হবে।
১০. EPIC নম্বর কোথায় পাওয়া যায়?
ই-ভোটার কার্ডে, অথবা Electoral Roll সার্চের মাধ্যমে পাওয়া যায়।
১১. জাতিগত শংসাপত্র হারালে কী করব?
castcertificatewb.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন।
১২. কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে কী লাগবে?
শংসাপত্র নম্বর এবং নাম।
১৩. DigiLocker-এ কোন কোন নথি পাওয়া যায়?
যে নথিগুলি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কড— যেমন লাইসেন্স, ভোটার, আধার, সনদপত্র ইত্যাদি।
১৪. SIR-এর জন্য জন্মতারিখের প্রমাণ কী হতে পারে?
বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাবোর্ডের সার্টিফিকেট।
১৫. জমির পর্চা কি SIR-এর জন্য ব্যবহারযোগ্য?
হ্যাঁ, সরকারি জমির/বাড়ির দলিলও নথি হিসেবে ব্যবহার করা যায়।
১৬. NRC সার্টিফিকেট থাকলে কি দিতে হবে?
হ্যাঁ, থাকলে জমা দেওয়া যেতে পারে।
১৭. ১৯৮৭ সালের আগের নথি বলতে কী বোঝায়?
১ জুলাই ১৯৮৭-এর আগে ইস্যু হওয়া সরকারি কাগজপত্র।
১৮. SIR করার সময় কি মোবাইল নম্বর প্রয়োজন?
অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগ ও যাচাইয়ের জন্য প্রয়োজন হয়।
১৯. ই-মেল আইডি না থাকলে সমস্যা হবে?
অনেক ক্ষেত্রে OTP মোবাইলে এলেই যথেষ্ট।
২০. বনদপ্তরের সার্টিফিকেট কেন প্রয়োজন হতে পারে?
নির্দিষ্ট এলাকায় বসবাস বা পরিচয়ের জন্য এটি দেওয়া হয়।
২১. পারিবারিক রেজিস্টার কী?
সরকার প্রদত্ত পরিবার-ভিত্তিক নিবন্ধন নথি।
২২. আধার মোবাইল লিঙ্ক করা না থাকলে কী করব?
নিকটস্থ আধার সেন্টারে গিয়ে মোবাইল আপডেট করতে হবে।
২৩. ভোটার কার্ড ডাউনলোড করতে কি ফি লাগে?
না, সম্পূর্ণ বিনামূল্যে।
২৪. কাস্ট সার্টিফিকেট ডাউনলোডে কি সময় লাগে?
তথ্য সঠিক দিলে সঙ্গে সঙ্গেই পাওয়া যায়।
২৫. নথি নেই বলে কি SIR ব্যাহত হবে?
না, বিকল্প বৈধ নথি দিলে কাজ সম্পন্ন করা যায়।
#SIRUpdate #DocumentRecovery #IndiaGov
