যুবভারতীতে মেসির সামনে বাংলা ফিল্মের মুখ শুভশ্রী, গর্বের মুহূর্তের মাঝেই অব্যবস্থার ছায়া

১৩ ডিসেম্বর ভোররাতে কলকাতায় পা রাখলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের সাক্ষী থাকতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। মেসিকে একবার চোখের দেখা দেখার স্বপ্নে বিভোর ছিল গোটা শহর। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়, যদিও সবার ভাগ্যে তা জোটেনি।

মেসির উপস্থিতি ঘিরে উত্তেজনা ছিল শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, বলিউড ও টলিউড তারকারাও হাজির হন যুবভারতীতে। সুদূর মুম্বই থেকে কলকাতায় উড়ে আসেন শাহরুখ খান। মেসির সঙ্গে ছেলেকে দাঁড় করিয়ে ছবি তোলেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

এই আন্তর্জাতিক মঞ্চে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করতে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মেসির সঙ্গে একাধিক ছবি ও ভিডিও তোলেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী লেখেন,
“বাংলা ফিল্মকে মেসির সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।”
এই মন্তব্যেই স্পষ্ট, শুধু ব্যক্তিগত নয়—এটি গোটা টলিউডের জন্যই এক গর্বের মুহূর্ত।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলিউড অভিনেতা ও ফুটবলপ্রেমী অনিন্দ্য সেনগুপ্ত। মেসি-ভক্ত অনিন্দ্য এই দায়িত্ব পেয়ে যে আপ্লুত, তা তাঁর উপস্থিতিতেই ধরা পড়ে।

সেদিন যুবভারতীতে শুভশ্রীর সাজ ছিল বেশ স্নিগ্ধ ও মিনিমাল। ধূসর রঙের টপ ও লং স্কার্ট, পেন্সিল হিল আর চোখে রোদচশমায় তাঁকে দেখা যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় কিছু দর্শক মন্তব্য করেন, শুভশ্রীর বদলে দেব বা জিৎ থাকলে নাকি তাঁদের আরও ভালো লাগত।

আরও পড়ুন
Kanchan-Sreemoyee: সিঙ্গাপুরে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে বিশেষ সন্ধ্যা কাটালেন কাঞ্চন ও শ্রীময়ী

তবে গর্বের এই মুহূর্তের পাশাপাশিই সামনে আসে এক লজ্জাজনক চিত্র। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক মেসিকে একবার চোখে দেখার সুযোগ পাননি। ভোর থেকে অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে হয় অনেককে। কেউ কেউ দূর থেকে মেসিকে দেখলেও, বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন চরম অব্যবস্থার বিরুদ্ধে।

আরও পড়ুন
‘জুবিনের মতো মানুষকেও খুন করল!’—সিটের ২,৫০০ পাতার চার্জশিটে চাঞ্চল্য, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা

সব মিলিয়ে, যুবভারতীতে মেসির আগমন যেমন কলকাতা ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গর্বের অধ্যায়, তেমনই আয়োজনের দুর্বলতা সেই আনন্দকে অনেকাংশে ম্লান করে দিল—এ কথা বলাই যায়।

আরও পড়ুন
দেবের কেরিয়ারের ২০ বছর, আমন্ত্রণ পাননি জিৎ ! কী জবাব দিলেন দেব?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক