‘আমার রবিবার!’..পরিবারের সাথে অলস সময়যাপন, দেখুন শুভশ্রীর একগুচ্ছ ছবি

রবিবার মানেই পরিবারের সদস্যদের সাথে একান্তে সময় কাটানো। সমস্ত কর্মজীবী মানুষেরাই অপেক্ষা করে থাকেন রবিবারের জন্য। কারণ, সপ্তাহের কাজ ভুলে এই দিন কাছের মানুষদের সাথে ভরপুর সময় উপভোগ করতে পারেন তারা। ব্যতিক্রমী নন তারকারাও।

সেরকমই এবার রবিবারের অলস সময় কাটাতে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। সকলেই জানেন তিনি পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে ভোলেন না। শত ব্যস্ততা থাকলেও ছেলে, মেয়ে, স্বামীর সাথে সময় কাটাতে দেখা যায় তাকে। আর রবিবার মানেই যে সময় কিছুটা বেড়ে যায় তা আর বলার অপেক্ষা রাখে না।

সেরকমই এবার শুভশ্রী তার পরিবারের সদস্যদের সাথে কাটানো কিছু মুহূর্ত নিয়ে পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে কখনো স্বামী রাজের কাঁধে মাথা রেখে শুয়ে রয়েছেন তিনি, আবার কখনো মেয়ে ইয়ালিনির সাথে খুনসুটি করছেন।

ইউভানকেও দেখা গিয়েছে নিজের ছন্দে খুনসুটি করতে। শুধু তাই নয় গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছিলেন তারা। গাড়ির মধ্যে কোলে নাচতে শুরু করে তাই ইয়ালিনি। সব মিলিয়ে বেশ মিষ্টি সময় কাটিয়েছেন সকলের সাথে। ছবি এবং ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে, লিখেছেন ‘আমার মতোন রবিবার।’

যেগুলি পোস্ট করতেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা কীভাবে কাজ এবং পরিবারের মধ্যে ব্যালেন্স রাখতে হয় তা শুভশ্রী এবং রাজ চক্রবর্তীকে দেখে শেখা উচিত। কারণ, যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারের সাথে সময় কাটাতে ভোলেন না কখনো এই জুটি।