Subhasree: শুভশ্রীর পুত্র ইউভানের স্পোর্টস ডে-তে একাধিক পুরস্কার জয়! গর্বিত মা পোস্ট করলেন একগুচ্ছ ছবি

Subhasree-Yuvaan: অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) ও পরিচালক রাজ চক্রবর্তীর (Raj) পুত্র ইউভান (Yuvaan) তার স্কুলের স্পোর্টস ডে-তে এক অসাধারণ পারফরম্যান্স করে সকলের মন জয় করে নিয়েছে। এই ক্ষুদে তারকা একাধিক ইভেন্টে অংশ নিয়ে বেশ কিছু পদক জিতে এনেছে বাড়িতে।

​মঙ্গলবার, ছেলের স্কুলের স্পোর্টস ডেতে সাফল্যের খবর এবং ছবি অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে ইউভান বিজয়ীর হাসি নিয়ে গলায় ঝুলন্ত একটি সোনালী পদকসহ হাতে আরও বেশ কয়েকটি রূপোলী পদক ধরে রেখেছে।

অন্য একটি ছবিতে তাকে পোডিয়ামে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তার প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকারের ইঙ্গিত দেয়। ​অভিনেত্রী তার পোস্টে লেখেন, ‘আমার হিরো’। শুভশ্রীর এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা ইউভানকে অভিনন্দন জানাতে শুরু করেন।

​ইউভানের এই স্পোর্টস ডে-র সাফল্য শুধু বাবা-মাকেই নয়, তার অনুরাগীদেরও গর্বিত করেছে। ছোট্ট ইউভান ইতিমধ্যেই নিজের চঞ্চলতা ও মিষ্টি স্বভাবের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। স্পোর্টস ডে-তে তার এই জয় প্রমাণ করলো পড়াশোোনার পাশাপাশি খেলাধূলাতেও সে সমান মনোযোগী।

আরও পড়ুন
‘বৃন্দাবন বিলাসিনী’-তে ফিরছেন দীপান্বিতা! কৃষ–রুক্মিণীর বিয়েতে বিস্ফোরক মোড়

আরও পড়ুন
Hema-Dharmendra: প্রয়াত স্বামী ধর্মেন্দ্রর জন্মদিনে আবেগঘন পোস্ট হেমা মালিনীর: বললেন, ‘আমার জীবনের ভালোবাসা’

অন্যদিকে, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় ইউভানকে। বিভিন্ন খেলাধূলা থেকে শুরু করে নাচ, গান সবেতেই সমানভাবে অংশগ্রহণ করে সে। আর এই মুহূর্তগুলি সকলের সাথে ভাগ করে নেন তার বাবা-মা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকেও দেখা যায় দর্শক হিসেবে।

আরও পড়ুন
Kiara Advani: মা হওয়ার পর ফের ঘাম ঝড়ানো লুকে ধরা দিলেন কিয়ারা আডবানি

#Subhasree #Yuvaan #Raj

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক