Subhasree: ‘ওয়েটিং রুম’ সিনেমার শ্যুটিংয়ের জায়গা থেকে বিশেষ একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। মূলত একটি লাইভ ভিডিওতে এসেছিলেন তিনি। অনুরাগীদের উদ্দেশ্যে বেশ কিছু কথা তুলে ধরেছেন। অনেকেই জানেন ৭ই নভেম্বর মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’।
এদিন এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সকলকে সুপ্রভাত! আজকে ৭ই নভেম্বর। আমার নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান হইচইতে মুক্তি পেয়েছে। ইন্দুবালা ভাতের হোটেলের পর এটি আমার দ্বিতীয় ওয়েব সিরিজ। ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন আমার কাছে খবর আছে।তারা প্রত্যেকে জানান কেমন লাগলো।’
‘আমি এখন বিশেষ একটি জায়গায় আছি। ওয়েটিং রুমের শ্যুটিং করতে এসেছি। এখানে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ। তবুও আমি কোনো রকমে ওয়াইফাই জোগাড় করে খুব কম সময়ের মধ্যে এই লাইভ ভিডিওতে এসেছি। আপনারা সকলে অনুসন্ধান এবং গৃহপ্রবেশ দেখুন।’
‘অনুসন্ধানে মূলত আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। অদিতি রায় এই ওয়েব সিরিজের পরিচালক। যেখানে একটি মহিলা কারাগারে কীভাবে মহিলারা গর্ভবতী হয়ে পড়েন সেই বিষয়ে দেখানো হয়েছে। অনেকেই গৃহপ্রবেশও দেখেছেন এবং জানিয়েছেন তাদের বেশ ভালো লেগেছে।’
সাথে তিনি এও বলেন ভালোলাগার পাশাপাশি যদি খারাপও লাগে তাহলে সেটা জানাতে। কারণ, এর মাধ্যমে তারা পরবর্তী সময়ে ভালো কাজ করতে পারবেন। উল্লেখযোগ্য, একের পর এক সিনেমা রয়েছে তার হাতে। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘ওয়েটিং রুম’এ। এছাড়াও তাকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাতেও দেখা যাবে।
আরও পড়ুন,
জুবিন গর্গের মৃত্যুতে ভেঙে পড়া গরিমা, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
#Subhasree #Anusandhan #Hoichoi
