Subhasree: ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রমোশনে নটী বিনোদিনী সাজে হাজির শুভশ্রী

Subhasree: বিনোদিনীর সাজে আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’র প্রমোশন শুরু করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। তাকে দেখে রীতিমত চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। কারণ, বিনোদিনী সাজে অপরূপা লাগছে তাকে। ঠিক যেন সেই পুরনো দিনের নটী বিনোদিনী।

এদিন তাকে কমলা রঙের একটি শাড়িতে দেখা গিয়েছে। সাথে সেই চিরাচরিত বাঁধা চুল এবং মেকআপ। প্রথম দেখায় তাকে দেখে অনেকেই চিনতে পারেননি। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রমোশনের প্রথম দিন।

প্রমোশনে যাওয়ার আগে এই ছবিগুলি তুলেছেন তিনি। যেগুলি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখা মাত্র সেগুলি ভাইরাল ঝড়ের গতিতে। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। অনেকে এও বলছেন তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আসল বিনোদিনী নন।

উল্লেখ্য, সৃজিত মুখার্জির পরবর্তী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে মূলত তিনটি সময়ের কাহিনী মিলেমিশে একাকার হয়ে যাবে। একদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী, অন্যদিকে নটী বিনোদিনীর অদম্য লড়াই, এছাড়াও সাম্প্রতিককালের এক আধুনিক দম্পতির কাহিনী।

সবমিলিয়ে এই সিনেমার মধ্যে বেশ কিছু অজানা রহস্য উঠে আসবে। বাংলার ইতিহাসে এমন অনেক কাহিনী রয়েছে যা বাঙালীরাই জানেন না। সেই সমস্ত কাহিনী ধরা পড়বে এই সিনেমার মাধ্যমে। আর কিছুদিন পরই সেটি বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে। তার আগে শুরু হয়ে গেল সিনেমার প্রমোশন, আপাতত সেটাই চলবে জোরকদমে।

আরও পড়ুন
Raj-Subhasree: সকাল সকাল নতুন প্রোজেক্টের কথা ঘোষণা করলেন রাজ-শুভশ্রী! দেখার আর্জি জানালেন দর্শকদের

#Subhasree #Lawhogourangernaamre #Natibinodini

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক