ফের ‘হইচই’তে ফিরছেন শুভশ্রী! কীসের ‘অনুসন্ধান’ করবেন তিনি? জানালেন এই পোস্টে

‘অনুসন্ধান’এ নেমেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তেমনটাই জানিয়েছেন তিনি। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন হঠাৎ এমন ছবি কেন পোস্ট করলেন? তাহলে কি নতুন কোনো কাজের আভাস দিলেন? আসলেই তাই।

খুব শীঘ্রই ‘হইচই’তে শুরু হতে চলেছে নতুন অরিজিনাল সিরিজ ‘অনুসন্ধান’। সেখানেই দেখা যাবে এই অভিনেত্রীকে। তারই এক ঝলক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘হইচই-তে শুরু হচ্ছে অনুসন্ধান! কিসের? জানতে চোখ রাখো।’ তবে এর বেশি আর কোনো কিছু খোলসা করতে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন,
নিমিষেই কমবে অ্যাসিডিটি! গ্যাস, বদহজম, হাজারো গুণ সম্পূর্ণ এই গোলমরিচ

যার ফলে দর্শকেরা বুঝতেই পারছেন না এই সিরিজে মূলত কী দেখানো হবে। অন্যদিকে কমেন্টবক্সে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘শুভশ্রীর এই বিষয়টাই সবথেকে ভালো লাগে। সবসময় তিনি নতুন কোনো কাজ করার চেষ্টা করেন। যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।’

আরও পড়ুন,
খেলার শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কেনো হাত মেলাননি ভারতীয় ক্রিকেটারেরা? কারণ প্রকাশ্যে আনল ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড

অন্যদিকে এর আগেও একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় তার কপালে কাঁটা দাগ, চোখেমুখে ক্ষিপ্রতা। তখনও দশকেরা বুঝতে পারেননি কোন কারণে এমন ছবি পোস্ট করলেন তিনি। তবে ধীরে ধীরে সবটাই পরিস্কার হয়ে যাচ্ছে জলের মতো। এই ‘অনুসন্ধান’এর জন্যই হয়তো ওই ছবিটি পোস্ট করেছিলেন তিনি।

আর কাজ ছাড়া যদি আমরা তার ব্যক্তিগত জীবন দেখি তাহলে কিছুদিন আগেই ছেলের পঞ্চম জন্মদিন পালন করেছেন তিনি। কচিকাঁচাদের সাথে হইহুল্লোড় করে পার্টি করার পাশাপাশি রেস্তোরাঁয় স্বামী ও ছেলেকে নিয়ে একান্তেও সময় কাটিয়ে এসেছেন। এবার পালা ফের কাজে ফেরার।

error: Content is protected !!