Subhsaree-Yuvaan: দেখতে দেখতে ছেলে ইউভান (Yuvaan) অনেক বড়ো হয়ে গিয়েছে, এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সাথে ভাগ করে নিলেন ছেলের একাধিক ছবি। আমরা সকলেই জানি মাতৃত্ব ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী। যা বোঝা যায় সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি দেখে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার ভরা সংসার।
তবে একইসাথে কাজও চলছে জোরকদমে। সন্তান জন্মানোর পর যেন নিমেষে তারা বড়ো হয়ে যায় এমনটাই মনে করেন মা-বাবারা। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। এদিন ছেলের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কিছু কিছু সময় সে কোনো ছবি তুলতে দেয় না আবার কিছু কিছু সময় নিজেই বলে ছবি তুলে দিতে। আমার বাচ্চা কত জলদি বড়ো হয়ে যাচ্ছে।’
ছবিগুলো দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই জানিয়েছেন খুব বড়ো ও ভালো একজন মানুষ হয়ে উঠুক ইউভান। ইতিমধ্যে কয়েক বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন শুভশ্রী এবং রাজ। শুরুতেই তিনি জানিয়েছিলেন মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চান।
সেই মতো বিয়ের দু’বছর পর জন্ম হয় পুত্র সন্তানের। একই সাথে এও পরিকল্পনা করে রেখেছিলেন ছেলের যখন তিন বছর বয়স হবে তখন তিনি তাকে সঙ্গী হিসেবে ভাই বা বোন এনে দেবেন। সেই মতো জন্ম হয় ইয়ালিনীর। বর্তমানে পুত্র ও কন্যাকে নিয়ে হৈ হৈ করে দিন কাটে এই জুটির।
তবে অনেক সময় দেখা যায় সন্তান জন্মের পর তারকারা খুব বেশি কাজে মনোযোগ দিতে পারেন না। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী অভিনেত্রী। কারণ, তিনি সন্তান জন্মের পর যেন আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন কর্মক্ষেত্রে। এমনকি তাকে বর্তমানে ‘লেডি সুপারস্টার’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
#Subhasree #Yuvaan