এইরকম মানুষ নারায়ণের আশীর্বাদে পৃথিবীর শ্রেষ্ঠ ও বুদ্ধিমান হয়

Such a person becomes the best and wisest of the world with the blessings of Narayana

সনাতন ধর্মে মোক্ষের বিধান রয়েছে। আর এই মোক্ষ লাভ করলে নির্বাণলাভ হয়। অর্থাৎ জন্ম ও মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ গীতাকে বলা হয়েছে, বিশ্বসৃষ্টি কর্তা শ্রীকৃষ্ণ তার প্রিয়া শিষ্য অর্জুনকে বলছেন, তিনি এমন মানুষ পছন্দ করেন যারা সত্যের পথ অনুসরণ করে, পিতামাতার সেবা করে ও জ্ঞান অর্জন করে।

এইরূপ ভক্ত যারা রয়েছেন তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করে। বিশিষ্ট পণ্ডিত চাণক্য তার নীতিশাস্ত্রে মোক্ষের বিষয়ে কিছু ধর্ম ও করৃম সম্পর্কে লিপিবদ্ধ করেছেন। তার মতে, যে ব্যক্তি সর্বদা ধর্মের পথ অনুসরণ করে চলে তিনি স্বর্গ সুখ লাভ করেন। এমন মানুষের মধ্যে বিশেষ গুণ পরিলক্ষিত হয়।

আরও পড়ুন,
*Chanakya Niti: এই ৫ ত্যাগ করলেই সফলতার সিঁড়ি ডিঙনো সম্ভাব

চাণক্যর মতে, যে ব্যক্তি অপর নারীকে মা হিসেবে, অন্যের সম্পদকে পাথর বা পিণ্ড হিসেবে এবং পৃথিবীর সমস্ত জীবকে হিজের আত্মা হিসেবে দেখে তিনি পৃথিবীতে স্বর্গ সুখ লাভ করেন। এইরকম মানুষ নারায়ণের আশীর্বাদে পৃথিবীর শ্রেষ্ঠ ও বুদ্ধিমান হয়।

চাণক্য আরও বলেছেন, যে ব্যক্তি মিষ্টি কথা বলেন, দান করেন, ভালো কাজ করেন, গুরুর প্রতি শ্রদ্ধা ও নম্রতা বজায় রাখে, হৃদয়ে গম্ভীর, আচার আচরণে পবিত্রতা ও পরমপিতা ভগবানর প্রতি শ্রদ্ধা রাখেন তারা ভদ্রলোক। এমন মানুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়।

আরও পড়ুন,
*এ বছর বাসন্তী পুজোয় বিরল যোগ, ৩ রাশির জীবনে অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে
*বুধ মেষ রাশিতে অস্ত গেছে, উঠবে ১লা মে, কর্মে জটিলতা ৫ রাশির
*দিলজিৎ-এর সাথে ভাইরাল রহস্যময়ী মহিলা! কে তিনি? ফাঁস সেই তথ্য