গাড়ির মধ্যে আবির-শুভশ্রীর মিষ্টি প্রেম, প্রকাশ্যে ‘বাবলি’ টিজার, বড় পর্দায় কবে?

সাহিত্যিক বুদ্ধদেব গুহ’র লেখা উপন্যাস ‘বাবলি’ এবার আসতে চলেছে বড় পর্দায়। ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজ চক্রবর্তী। দ্বিতীয় বার মা হওয়ার পর এবার পরিচালক ও স্বামী রাজ চক্রবর্তীর ছবির মধ্যে দিয়ে সিনেমা জগতে কামব্যাক করতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। এতদিন বইতে পড়লেও এবার জনপ্রিয় উপন্যাসটি সকলেই বড় পর্দায় দেখতে পাবেন। আজ পয়লা বৈশাখে প্রকাশ্যে এলো ‘বাবলি’-র টিজার।

কিছুদিন আগেই ছবির পোস্টার প্রকাশ্যে আসে৷ আর এরপর তা ভাইরাল হয়ে যায়। নববর্ষের দিন টিজার মুক্তি পাওয়ার পর তা সকলের নজরে আসে। উপন্যাসটি পড়েননি এমন পাঠক নেই বললেই চলে। ছবিতে ‘অভি’-এর চরিত্রে অভিনয় করেছেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এবং ‘বাবলি’-র চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। বড় পর্দায় এবার প্রথম আবীর ও শুভশ্রী জুটি বাঁধছেন।

সাহিত্যিক বুদ্ধদেব গুহ’র লেখা উপন্যাসে ‘বাবলি’ মোটাসোটা, গোলগাল বুদ্ধিমতী এক নারী। পরিচালক রাজ চক্রবর্তী তার ছবিতে ‘বাবলি’-কে সেভাবেই দেখানোর চেষ্টা করেছেন। টিজারের শুরুতেই বাবলিকে বলতে শোনা যায় “আমার মতো মোটা মেয়ের জন্য কোনও লেখক কখনও কলম ধরবেন?” কারণ মোটাসোটা মেয়ে কখনও গল্পের নায়িকা হতে পারে না। বাবলির মনে মোটা বিষয়টি যখন এতটা প্রভাব ফেলেছে সেইসময় গল্পে অভি হাজির হয়।

আরও পড়ুন,
*Subhashree Ganguly: রাজ-কন্যাকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী, কেমন দেখতে ইয়ালিনি?

অভি বাবলিকে বোঝাতে থাকে যে সে নিজেকে যতটা মোটা ভসবে আসলে সে ততটা মোটা নয়। বাবলিকে প্রশংসায় ভরিয়ে দেয় সে। এরপর গল্পে অভি ও বাবলি একে অপরের কাছাকাছি চলে আসে। তবে ভালোবাসা গাঢ় হতেই গল্পে নতুন মোড়। অভির জীবন থেকে বাবলি সরে যায় আর সেখানে নতুন চরিত্র ঝুমার আগমন ঘটে। ঝুমার চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র।

‘বাবলি’ সিনেমা যে এক নতুন ধরনের গল্প বলতে চলেছে তা স্পষ্ট। তবে সাহিত্যিক বুদ্ধদেব গুহ’র উপন্যাসকে পরিচালক বড় পর্দায় কতটা ফুটিয়ে তুলতে সক্ষম হবে তা জানার জন্য অপেক্ষা করতেই হবে। আগামী ৩০শে আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গাঙ্গুলি ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘বাবলি’।

আরও পড়ুন,
*এইরকম মানুষ নারায়ণের আশীর্বাদে পৃথিবীর শ্রেষ্ঠ ও বুদ্ধিমান হয়
*দিলজিৎ-এর সাথে ভাইরাল রহস্যময়ী মহিলা! কে তিনি? ফাঁস সেই তথ্য

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক