ই-স্কুটারে এমন স্টোরেজ যাত্রাকে করবে আরও মসৃণ

বর্তমানে পেট্রোলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই খুঁজে চলেছেন তার বিকল্প সন্ধান। তাই অনেকেই কিনছেন বৈদ্যুতিক স্কুটার। যা বর্তমানে একটি পরিবেশবান্ধব যান হওয়ার পাশাপাশি চলাচলেও বেশ সুবিধাজনক। এই পরিস্থিতিতে কোম্পানিগুলি বৈদ্যুতিক স্কুটারে বেশি বুট স্পেস দিচ্ছে। এর ফলে মানুষ আরও আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারবে।

এমন কিছু স্কুটার রয়েছে যার বুট স্পেস অনেকটা বেশি। স্বল্প দূরত্বে নিত্যদিন যাতায়াতের জন্য স্কুটারের থেকে ভালো অপশন আর কি বা হতে পারে। বর্তমানে স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। তবে অনেকের কাছে প্রশ্ন রয়েছে পেট্রোল স্কুটারের মতন বুট স্পেস কি বৈদ্যুতিক স্কুটারে পাওয়া যাবে? বাজারে রয়েছে এমন কিছু স্কুটার যাতে বুট স্পেস রয়েছে অনেকটাই।

টিভিএস আইকিউব

– এই কোম্পানির বৈদ্যুতিক স্কুটার হলো iQube। এটি বাজারে দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটি এর আগে ১৭ লিটারের বুট স্পেস সহ লঞ্চ করা হয়েছিল। পরে এই ভ্যারিয়েন্টে প্রতিটি স্কুটারে ৩২ লিটার বুট স্পেস দেওয়া হয়েছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে স্কুটারটি ১০০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। এই স্কুটারের এক্স শোরুম মূল্য ১.১৩ লক্ষ টাকা।

Ola S1 Gen 2

– ওলা বৈদ্যুতিক স্কুটার ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই কোম্পানির সেরা স্কুটার হলো Ola S1 Gen 2। এই স্কুটারের বুট স্পেস ৩৪ লিটার। তবে Gen 1-এ স্কুটারের বুট স্পেস ছিল ৩৬ লিটার। একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১৯৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। স্কুটারের সর্বোচ্চ গতি ঘন্টায় ১২০ কিলোমিটার। স্কুটারের এক্স শোরুম মূল্য ১.৩০ লক্ষ টাকা।

River Indie

– এটিও বাজারের একটি জনপ্রিয় স্কুটার। এতে রয়েছে ৪৩ লিটার একটি বড় বুট স্পেস। একবার সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। এটির এক্স শোরুম মূল্য ১.৩৮ লক্ষ টাকা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক