টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার একাধিক ছবি যা মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা তোপ দেগেছেন। তিনি সাম্প্রতিক যে ছবিতে অভিনয় করেছেন সেই ছবি রাজ্যের সরকারি হলে জায়গা পাচ্ছে না। এর আগে ‘আপিস’ ছবিতে অভিনয় করেছেন সুদীপ্তা। এরপর ‘অহনা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু তার একটি ছবিও নন্দনে জায়গা পায়নি।
আর এই নিয়েই বুধবার সমাজ মাধ্যমে তোপ দেগেছেন সুদীপ্তা। তার প্রশ্ন, “আমার অভিনীত বাংলা নাটক গত এক বছরে পশ্চিমবঙ্গের কোনও সরকারি হলে জায়গা পেল না। আমার অভিনীত কোনও বাংলা সিনেমা গত এক বছরে কোনও সরকারি হলে মুক্তি পেল না। পুরোটাই কি কাকতালীয়?” যদিও তার অনুরাগীরা অন্য কিছু মনে করছেন, সরকারের অভিনেত্রীর উপর ‘কৃপা’ দৃষ্টি পড়েছে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন,
টলিউডে দুই দশক! প্রথম পোর্টফোলিও শ্যুটের ছবি পোস্ট করে আবেগে ভাসলেন দেব
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর আগস্ট মাস থেকে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে হাজার হাজার মানুষ রাজপথে নামেন। সকলেই রাজ্য সরকারের কাছে নানান প্রশ্ন করেন এবং ক্ষোভ উগড়ে দেন।
আরও পড়ুন,
টাকা না নেওয়ায় স্ত্রী’কে থাপ্পড় মারার হুমকি দিলেন জাহির! ভিডিও পোস্ট করে জানালেন সোনাক্ষী
সেই মিছিলে সামিল হয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অনেকেই তাই মনে করছেন, সরকারের অভিনেত্রীর উপর কোপ পড়েছে। জানা যাচ্ছে, যে সমস্ত শিল্পীরা সেইসময় রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তাদের অনেককেই সরকারি অনুষ্ঠানে ডাকা হচ্ছে না।
এর পাশাপাশি তাদের সিনেমা মুক্তির জন্য হল দেওয়া হচ্ছে না। তবে এই বিষয়ে কোনও শিল্পী কিছু না বললেও কানাঘুষো এমনটাই শোনা যাচ্ছে। যদিও সুদীপ্তা মনে করছেন, তার উপর এখনও সেই ‘খাঁড়া’ ঝুলছে। তার কথায়, “পরপর আমার দুটো ছবি নন্দন, রাধা স্টুডিয়ো— কোথাও জায়গা পায়নি। অথচ, এই ছবিগুলো কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।” তবে কি সত্যিই রাজ্য সরকারের বিপক্ষে থাকা শিল্পীরা যারা সেইসময় প্রতিবাদ করেছিলেন তাদের একঘরে করে দেওয়াই ভবিতব্য? যদিও তা সময়ই বলবে।