‘লাপতা লেডিজ’-এর ১৩ পুরস্কারে ক্ষোভ সুদীপ্ত সেনের, বললেন “৭২ ঘণ্টাও টিকল না সিনেমা, অথচ সেরা ছবি!”

আহমেদাবাদের মঞ্চে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ইতিহাস গড়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’। সমালোচকদের প্রশংসা কুড়ানো এই ছবি এ বার জিতেছে একসঙ্গে ১৩টি পুরস্কার, যার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যসহ একাধিক বিভাগ। একই মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান, সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট।

তবে এই সাফল্য ভালো চোখে দেখেননি ‘দ্য কেরালা স্টোরি’-এর পরিচালক সুদীপ্ত সেন। ফিল্মফেয়ারের ফলাফল প্রকাশ্যে আসতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

বিনোদন
“তুমি ওই ভাবে নাচতে পারো না”, আইটেম ডান্সার মালাইকার সবেতেই আপত্তি ২২ বছর বয়সের ছেলে আরহানের

পরিচালকের ভাষায়, “এই অ্যাওয়ার্ডে একাধিক পুরস্কার পেয়েছে ‘লাপতা লেডিজ’—সেরা ছবির পুরস্কারও তাদের। যা সত্যিই অবিশ্বাস্য! অন্য একটি ছবি থেকে অনুপ্রাণিত একটি সিনেমা কীভাবে এতগুলি পুরস্কার পেতে পারে, সেটা ভেবে পাচ্ছি না। সিনেমা হলে ৭২ ঘণ্টারও বেশি টিকতে পারেনি ছবিটি। অথচ এই একই ফিল্মফেয়ার আগে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে গলা ফাটিয়েছিল!”

বিনোদন
Avika Gor: মালদ্বীপে অভিনেত্রী আভিকা গোর, ভাইরাল ‘হট’ বিকিনি লুক

তিনি আরও যোগ করেন, “আমরা গত মাসেই জাতীয় পুরস্কার পেয়েছি, সেটাই আমাদের গর্বের। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে কুরুচিকর সংস্কৃতি, সেই ভিড় থেকে দূরে থাকতে পারাটা আমাদের সৌভাগ্য। কানের দরবারে সেলফি তোলার হিড়িকেও আমরা গুরুত্ব দিই না।”

এর আগেও ‘লাপতা লেডিজ’ নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনন্ত মহাদেবন। তাঁর দাবি ছিল, ছবিটির সূচনা ও কয়েকটি দৃশ্য তাঁর পরিচালিত ‘ঘুংঘট কে পট খোল’ থেকে অনুপ্রাণিত। যদিও তিনি যোগ করেছিলেন, “লাপতা লেডিজ দারুণ ছবি, বিশেষ করে অভিনেতাদের অভিনয় অসাধারণ।”

বিনোদন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নিয়ে মশকরা! বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দেবিনা

অর্থাৎ, একদিকে যেখানে ‘লাপতা লেডিজ’ পুরস্কারের ঝাঁপি ভরছে, অন্যদিকে সেখানে উঠছে মৌলিকতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন। এবার দেখার, এই বিতর্কে মুখ খোলেন কি না পরিচালক কিরণ রাও বা প্রযোজক দল।

খবর
IRCTC Case: বিহার বিধানসভা নির্বাচনের পূর্বে বিপাকে লালু প্রসাদ যাদব! আইআরসিটিসি কেলেঙ্কারি মামলা দায়ের

error: Content is protected !!