‘তোমাকে নিয়ে অবসেসড’— অনন্যার নতুন হট লুক দেখেই প্রশংসায় ভরালেন সুহানা, ফের নজর কাড়ল বন্ধুত্বের রসায়ন

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে সুহানা খান ও অনন্যা পাণ্ডে এমন দু’টি নাম, যাদের বন্ধুত্ব নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। কখনও একসঙ্গে পার্টিতে, কখনও বিশেষ মুহূর্তে— দুই অভিনেত্রীই নিয়মিত একে অপরের পাশে থাকেন। নিজেদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা কিংবা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও তাঁরা একে অপরকে অভিনন্দন জানাতে ভোলেন না। সেই বন্ধনই ফের চোখে পড়ল সাম্প্রতিক এক সোশাল মিডিয়া পোস্টে।

অনন্যা পাণ্ডের নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে তাঁর অন্যতম আকর্ষণীয় লুকের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সুহানা খান। অনন্যার বোল্ড ও কেতাদুরস্ত উপস্থিতির সেই ছবি শেয়ার করে তিনি লেখেন— “তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।” সঙ্গে অনন্যাকে ট্যাগও করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয় দুই তারকার এই আদুরে বন্ধুত্বের প্রকাশ।

সম্প্রতি অনন্যা নিজেও তাঁর সিনেমার লুক নিয়ে বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। তামাটে রোদেপোড়া স্কিন, বিকিনি লুক এবং ফিল্মের ঘনিষ্ঠ দৃশ্য— সব মিলিয়ে অনন্যা এখন আলোচনার কেন্দ্রে। তাঁর প্রাক্তন সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দার রসায়ন নিয়েও দর্শকের কৌতূহল চরমে।

সোশাল মিডিয়ায় শেয়ার করা নিজের ছবিগুলোর ক্যাপশনে অনন্যা লিখেছেন—
“তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি ছবিতে আমার প্রিয় কিছু লুক। আপনারা কি এই ছবি দেখেছেন? আমার টিমকে অনেক ভালোবাসা এই লুক তৈরি করার জন্য।”

তবে বন্ধু অনন্যার লুক নিয়ে প্রশংসা করতে দেরি করেননি সুহানা। তাঁর “অবসেসড” মন্তব্যে অনন্যার হট লুক যেমন আলোচনায় এসেছে, তেমনই নজর কাড়ছে দুই তারকার দীর্ঘ দিনের আন্তরিক বন্ধুত্বও।

আরও পড়ুন
অভিমান ভুলে কি শেষমেশ বিয়ের পিঁড়িতে স্মৃতি–পলাশ? এক ইমোজিতেই নতুন জল্পনা

সোশাল মিডিয়ায় অনুগামীদের মতে— গ্ল্যামার ও তারকা খ্যাতির দুনিয়ায় এমন স্বতঃস্ফূর্ত বন্ধুত্ব বিরল। তাই সুহানা ও অনন্যার প্রতিটি পোস্টই ভক্তদের কাছে আলাদা গুরুত্ব পায়।

20251130 090103

আরও পড়ুন
‘খ্যাতনামী হলেই নিশানা!’ ডোনাকে ঘিরে বিতর্কে টলিউডের তির্যক মন্তব্য

বলিউডে শীঘ্রই নিজেদের নতুন প্রকল্প নিয়ে হাজির হবেন দুই অভিনেত্রী। তবে এর মাঝেও একে অপরের পাশে দাঁড়ানোয় তাদের বন্ধন আরও দৃঢ়ভাবে ধরা পড়ছে অনুরাগীদের চোখে।

আরও পড়ুন
‘নির্লজ্জ’! ধর্মেন্দ্রের স্মরণসভায় কর্ণ জোহরকে ঘিরে নেটমাধ্যমে তীব্র কটাক্ষ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক