‘NRC আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সুইসাইড নোট ভাইরাল

এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রদীপ করের আত্মহত্যা ঘিরে উত্তেজনা। সুইসাইড নোটের হাতের লেখা নিয়ে শুরু তদন্ত ও রাজনৈতিক তরজা।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় ঘটে অস্বাভাবিক মৃত্যু। মৃত ব্যক্তি প্রদীপ করের দেহ উদ্ধার হয় তাঁর ঘর থেকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ডায়েরি ও তথাকথিত সুইসাইড নোট।

সূত্রের খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই নোটের হাতের লেখা পরীক্ষা করছেন। মৃতের ভাইয়ের স্ত্রী খড়দহ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন।

তৃণমূল কংগ্রেস দাবি করেছে, এনআরসি আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন প্রদীপ। দলের বক্তব্য, এসআইআর ঘোষণার পর আতঙ্কিত হয়ে রাতে নিজের ঘরে ঢুকে আর ফেরেননি তিনি। তাঁদের দাবি, সুইসাইড নোটে এনআরসি-র উল্লেখ রয়েছে।

SIR
SIR

অন্যদিকে, বিজেপি এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, প্রদীপ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং তাঁর ডান হাতের চারটি আঙুল ছিল না। ফলে তিনি নোট লিখতে পেরেছিলেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে পদ্মশিবির।

ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিংহ জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”

'NRC আতঙ্কে' আত্মঘাতী প্রদীপের সুইসাইড নোট ভাইরাল
‘NRC আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপের সুইসাইড নোট ভাইরাল

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশই তীব্র হচ্ছে—একদিকে তৃণমূল এনআরসি-কে দায়ী করছে, অন্যদিকে বিজেপি প্রশ্ন তুলছে সুইসাইড নোটের সত্যতা নিয়েই।

আরও পড়ুন
খুলতেই চায় না! কলকাতা মেট্রো ব্লু লাইনে বড় পরিবর্তন, যাত্রীদের সুবিধার্থে বদলাচ্ছে সব স্বয়ংক্রিয় গেট

#WestBengal #SIRUpdate #NRC #Agartala #PradipKar #Politics #BengalNews #SuicideNote #ForensicTest #TMCvsBJP

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক