এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে আগরপাড়ার প্রদীপ করের আত্মহত্যা ঘিরে উত্তেজনা। সুইসাইড নোটের হাতের লেখা নিয়ে শুরু তদন্ত ও রাজনৈতিক তরজা।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় ঘটে অস্বাভাবিক মৃত্যু। মৃত ব্যক্তি প্রদীপ করের দেহ উদ্ধার হয় তাঁর ঘর থেকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ডায়েরি ও তথাকথিত সুইসাইড নোট।
সূত্রের খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই নোটের হাতের লেখা পরীক্ষা করছেন। মৃতের ভাইয়ের স্ত্রী খড়দহ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূল কংগ্রেস দাবি করেছে, এনআরসি আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন প্রদীপ। দলের বক্তব্য, এসআইআর ঘোষণার পর আতঙ্কিত হয়ে রাতে নিজের ঘরে ঢুকে আর ফেরেননি তিনি। তাঁদের দাবি, সুইসাইড নোটে এনআরসি-র উল্লেখ রয়েছে।

অন্যদিকে, বিজেপি এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, প্রদীপ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং তাঁর ডান হাতের চারটি আঙুল ছিল না। ফলে তিনি নোট লিখতে পেরেছিলেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে পদ্মশিবির।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিংহ জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশই তীব্র হচ্ছে—একদিকে তৃণমূল এনআরসি-কে দায়ী করছে, অন্যদিকে বিজেপি প্রশ্ন তুলছে সুইসাইড নোটের সত্যতা নিয়েই।
#WestBengal #SIRUpdate #NRC #Agartala #PradipKar #Politics #BengalNews #SuicideNote #ForensicTest #TMCvsBJP
