বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে এখনও শোকের ছায়া পরিবারের উপর। প্রয়াণের দশ দিন পর বুধবার হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন করতে পৌঁছেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু এই গম্ভীর ও ব্যক্তিগত মুহূর্তেই ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। পাপারাজ্জিদের ভিড়ে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা সানি দেওল। সেই তপ্ত মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল, যা নিয়ে আলোচনা চলছে নেটপাড়ায়।
বুধবার সকাল ১১টা নাগাদ হরিদ্বারের শ্রাবণ নাথ নগরের পিলভিট হাউস ঘাটে পৌঁছন দেওল পরিবার। কড়া নিরাপত্তার চাদরে ঘাট ঘিরে রাখা হয়েছিল, যাতে ব্যক্তিগত শোকের সময় কোনওভাবেই ক্যামেরা বা মিডিয়া না ঢুকে পড়ে। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পুজোপর্ব শেষ হয় পুরোহিতের নির্দেশে। এরপর হর কি পৌরি ঘাটে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করেন নাতি করণ দেওল। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটিই গোপনে ও শান্ত পরিবেশে সম্পন্ন করতে চেয়েছিলেন সানি ও ববি।
কিন্তু সেই চেষ্টা দীর্ঘক্ষণ টিকল না। স্থানীয় কিছু ছবিশিকারি ও উৎসুক জনতা দেওল পরিবারের উপস্থিতি টের পেয়েই ভিড় জমাতে শুরু করেন। অস্থি বিসর্জনের মতো সংবেদনশীল মুহূর্তেও তাঁদের হাতে ক্যামেরা। আর সেটাই দেখেই ক্ষোভে ফেটে পড়েন সানি দেওল।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্যামেরা লক্ষ্য করেই সানি উত্তেজিত স্বরে বলেন,
“তোমরা কি নিজেদের লজ্জাশরম সব বেচে খেয়েছ? কত টাকা চাই, বলো? টাকা তাই তোমাদের?”
তাঁর এই কঠোর হুঁশিয়ারি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এমন নয় যে এর আগেও পাপারাজ্জিদের নিয়ে রাগ দেখাননি তিনি। ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকাকালেও মিডিয়ার অতিরিক্ত নজরদারিতে ক্ষুব্ধ হয়েছিলেন সানি। শেষযাত্রার দিনও তাই পুলিশি নিরাপত্তা বাড়িয়ে গোপনে অনুষ্ঠান সারা হয়। অথচ অস্থি বিসর্জনের দিন সেই গোপনীয়তা রক্ষা করা গেল না।
আরও পড়ুন
Ankush-Oindrila: এয়ারপোর্টেই দক্ষযজ্ঞ, মাঝরাতে তুমুল ঝগড়ায় মেতে উঠলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ভাইরাল ভিডিও
নেটিজেনদের একাংশ সানির প্রতি সমর্থন জানিয়েছে। তাঁদের মতে, শোকের দিনে পরিবারের ব্যক্তিগত মুহূর্তকে সম্মান করাই উচিত ছিল। অন্যদিকে কিছুজন বলছেন, জনমান্য মানুষের ক্ষেত্রে এ ধরনের কৌতূহল থামানো কঠিন।
#SunnyDeol's fiery message to the paparazzi😡 A powerful moment that shows where his priorities lie🙏
Have you guys sold your shame?
" पैसे चाहिए तेरे को कितने पैसे चाहिए "Sunny's anger is totally justified, Some time celebrities just need to be human 😞
Respect the family… pic.twitter.com/q9mUZmVDIP— Mr Prabh Deol (@Movie_flix1) December 3, 2025
তবে একটি বিষয় স্পষ্ট—বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ব্যথা ও ক্ষতবিক্ষত মানসিক অবস্থার মধ্যেই এই ঘটনার মুখোমুখি হন সানি দেওল। আর সেই কারণেই হয়তো আবেগে ভেসে যায় তাঁর স্বর। এখন সময়ই বলবে, এই ঘটনা পাপারাজ্জি সংস্কৃতি ও সেলিব্রিটি প্রাইভেসি নিয়ে নতুন কোনও আলোচনার সূচনা করে কি না।
আরও পড়ুন
‘বিয়ে নিয়ে কিছু বলতে চাই না’— রশ্মিকার আংটি-গুঞ্জনে বাড়ছে রহস্য, কী বললেন ‘ন্যাশনাল ক্রাশ’?