সোশ্যাল মিডিয়া যেন প্রতিদিনই নতুন নতুন বিতর্ক আর কৌতূহলের জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে হঠাৎই ভাইরাল হয়ে যায় অভিনেত্রী সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। চ্যাটে দেখা যায় খুবই ব্যক্তিগত কথাবার্তা—যেন সম্পর্কের টানাপড়েন, অস্বস্তি আর আবেগে ভরপুর মন খারাপের গল্প। মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। প্রশ্ন উঠতে থাকে—
এ কি ভুল করে আপলোড? নাকি দুই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যাকড হয়েছে?
ভাইরাল হওয়া চ্যাটে সোহিনীকে দেখা যায় লিখছেন,
‘ফ্রি আছিস? আমি তোর বাড়ি আসছি। ও আবার আমার সাথে ওরকম করলো, সবার সামনে। আমি আর মেনে নিতে পারছি না।’ এরপর ঋতাভরী বলেন, ‘আসো চলে আসো। শান্ত হও। চিন্তা করো না। আমার এদিকেও একই অবস্থা। তুমি আসো কিছু একটা সলিউশন বের করে নেবো আমরা।’
এর পরেই দেখা যায় ঋতাভরীর একটি মেসেজ “ডিলিট ফর এভরিওয়ান” করা হয়েছে। আর তা দেখে সোহিনীর বিস্ময়—
“কী? এসব কী বলছিস তুই?”
এইসব বাক্যালাপ দেখে স্বভাবতই মনে হচ্ছিল দুই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বড় কোনো অশান্তি চলছে। কিন্তু—
বাস্তবতা সম্পূর্ণ আলাদা!
একটু মাথা ঠান্ডা করে ভাবলে বা খোঁজ নিলে মিলছে ভিন্ন তথ্য। আসলে পুরো ঘটনাই সাজানো প্রোমোশনাল কনটেন্ট। পরিচালক প্রতীম ডি গুপ্তর নতুন ওয়েব সিরিজ **‘কার্মা কোর্মা’**র প্রচারের জন্যই এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
বন্ধুত্ব থেকে প্রতিশোধ—‘কার্মা কোর্মা’র গল্পে টুইস্ট
নতুন এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী। গল্প শুরু হয় এক কুকিং ওয়ার্কশপে, যেখানে একে অপরের সম্পূর্ণ ভিন্ন জগতের দুই নারীর দেখা হয়। সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বই গল্পকে নিয়ে যায় প্রতিশোধের মোড়ে।
এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তীও।
ডিসেম্বরে হইচইতে মুক্তি
প্রতীম ডি গুপ্তের অনন্য পরিচালনার হাত ধরে ‘কার্মা কোর্মা’ আসছে এই ডিসেম্বরেই OTT প্ল্যাটফর্ম হইচই-তে। সিরিজ ঘিরে আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে, আর এই ভাইরাল চ্যাট প্রোমো সেই আগুনে আরও ঘি ঢেলে দিল বলাই যায়।
FAQ
১) প্রশ্ন: সোহিনী–ঋতাভরীর যে চ্যাটটি ভাইরাল হয়েছে, তা কি সত্যি?
উত্তর: না, এটি সিরিজ ‘কার্মা কোর্মা’র প্রচারের জন্য তৈরি করা প্রোমোশনাল কনটেন্ট।
আরও পড়ুন
বেঙ্গালুরুর রিসর্টে সুধা মূর্তি–কিরণের নাচ, ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা
২) প্রশ্ন: চ্যাটে কেন ব্যক্তিগত কথাবার্তার মতো দেখাচ্ছিল?
উত্তর: দর্শকের কৌতূহল বাড়াতে তা ইচ্ছাকৃতভাবেই বাস্তব কথোপকথনের মতো সাজানো হয়েছে।
৩) প্রশ্ন: সিরিজটির পরিচালক কে?
উত্তর: ‘কার্মা কোর্মা’ পরিচালনা করেছেন প্রতীম ডি গুপ্ত।
৪) প্রশ্ন: সিরিজে কোন দুই অভিনেত্রী মুখ্য ভূমিকায় আছেন?
উত্তর: সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তী।
৫) প্রশ্ন: ভাইরাল চ্যাটে “ডিলিট ফর এভরিওয়ান” ম্যাসেজ কেন দেখা গেছে?
উত্তর: সিরিজের গল্পে টুইস্টের ইঙ্গিত দিতে এবং চমক বাড়াতে এই উপাদান ব্যবহার করা হয়েছে।
৬) প্রশ্ন: ‘কার্মা কোর্মা’র গল্প কী নিয়ে?
উত্তর: দুই ভিন্ন জগতের নারীর বন্ধুত্ব, যা পরে প্রতিশোধের গল্পে রূপ নেয়।
৭) প্রশ্ন: সিরিজে আর কোন অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন?
উত্তর: ঋত্বিক চক্রবর্তী।
৮) প্রশ্ন: কোথায় মুক্তি পাবে ‘কার্মা কোর্মা’?
উত্তর: OTT প্ল্যাটফর্ম হইচই-তে।
৯) প্রশ্ন: সিরিজটি কবে মুক্তি পাচ্ছে?
উত্তর: ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা।
১০) প্রশ্ন: এই ভাইরাল চ্যাট নিয়ে কেন এত আলোচনা হলো?
উত্তর: চ্যাটটি প্রথমে বাস্তব বলে মনে হওয়ায় অনেকেই ভাবেন অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যা চলছে, সেখান থেকেই বিতর্ক ছড়ায়।
#KarmaKorma
#SohiniRitabhari
#HoichoiSeries
