বলিউডে তিনি কখনও শুধুই অভিনেত্রী নন, বরং প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকা এক ব্যক্তিত্ব। স্বরা ভাস্কর— যিনি তাঁর স্পষ্টভাষী মন্তব্য ও বিতর্কিত মতামতের জন্য বহুবার শিরোনামে উঠে এসেছেন। আবারও নতুন করে চর্চায় তাঁর নাম। এবার কারণ ‘বীরে দি ওয়েডিং’ ছবিতে শুটিংয়ের সময়কার এক তিক্ত অভিজ্ঞতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা জানান, ছবিটির শুটিং তাঁর কাছে ছিল প্রায় দুঃসহ অভিজ্ঞতা। তাঁর কথায়, “‘বীরে দি ওয়েডিং’ ছবিতে কাজ করার সময় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। লুক, গ্ল্যামার, পোশাক— সবকিছু নিয়ে ছিল অস্বাভাবিক রকম চাপ। পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে নিখুঁত গঠন ধরে রাখার বাধ্যবাধকতাও ছিল। যা মানিয়ে চলা আমার কাছে ছিল অত্যন্ত ক্লান্তিকর ও মানসিক চাপের।”
স্বরা উল্লেখ করেন ছবির জনপ্রিয় গান ‘তারিফা’–র শুটিংয়ের কথাও। সেই দৃশ্যের জন্য তাঁকে এমন পোশাক পরতে হয়েছিল যা তাঁর কাছে ছিল অত্যন্ত অস্বস্তিকর। তিনি বলেন, “সত্যি বলতে কী, প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুট করতে হয়েছিল আমাকে। রিয়াকে বারবার জিজ্ঞেস করছিলাম— এগুলো কীরকম পোশাক! আমাকে একটি সুইমস্যুট পরানো হয়েছিল, তার সঙ্গে পায়ে নেট স্টকিংস। এই অবস্থায় ভ্যানিটি ভ্যান থেকে স্টুডিও পর্যন্ত হাঁটা— ভীষণ অস্বস্তি হচ্ছিল আমার।”
অভিনেত্রীর দাবি, অনেক অনুরোধের পর তাঁকে একটি তোয়ালে দেওয়া হয়, যা গায়ে জড়িয়ে তিনি কিছুটা স্বস্তি পান। রিয়া কাপূর পরিচালিত এই ছবিতে স্বরা অভিনয় করেছিলেন করিনা কাপুর খান ও সোনম কাপুরের সঙ্গে। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলেও, এর অভ্যন্তরীণ অভিজ্ঞতা যে তাঁর কাছে সুখকর ছিল না— তা আবারও স্পষ্ট করলেন স্বরা।
আরও পড়ুন
‘বিয়ে নিয়ে কিছু বলতে চাই না’— রশ্মিকার আংটি-গুঞ্জনে বাড়ছে রহস্য, কী বললেন ‘ন্যাশনাল ক্রাশ’?
শুটিংয়ের সময়ের চাপ, অস্বস্তিকর পোশাক, গ্ল্যামার–নির্ভরতা— সব মিলিয়ে ‘বীরে দি ওয়েডিং’-এর স্মৃতি তাঁর কাছে আজও অপ্রিয়। এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েই ফের নেটমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী।
আরও পড়ুন
অস্থি বিসর্জনের ঘাটে তপ্ত সানি দেওল! পাপারাজ্জিদের প্রশ্ন— ‘কত টাকা চাই?’