কবে কার সঙ্গে তার মেয়ে ডেটে গিয়েছেন তিনি সবটাই জানেন! সম্প্রতি তেমনটাই জানালেন টলিউডের নামকরা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলতে দেখা গিয়েছে তাকে। যেখানে তিনি তার জীবনের নানান তথ্য তুলে ধরেছেন।
জানিয়েছেন ছেলেমেয়েদের সাথে বাবা-মায়ের কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। যাতে ছেলেমেয়েরা বাবা-মার কাছে সব কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কোনো সমস্যায় পড়লে কখনোই না লুকিয়ে যায় তাদের কাছ থেকে। আসলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মা হিসেবে তিনি কখনো মেয়েকে নিয়ে র্যাগিংয়ের ভয় পান কিনা?
উত্তরে তিনি বলেন ,’ও এখন আপাতত এক বছর চাকরি করবে। তার পর পিএইচডির পড়াশোনা শুরু করবে। ঈশ্বরের আশীর্বাদে ওকে কখনও এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি তো একজন মা। তাই সব সময় একটা চিন্তা লেগেই থাকে।’
এরপরে তার কাছে জিজ্ঞেস করা হয় বাচ্চাদের মধ্যে অভিভাবকের কাছে লুকিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তার জন্যই কি র্যাগিংয়ের মতোন অপরাধ আড়ালে রয়ে যায়? তার উত্তরে বলতে শোনা যায় ছোটদের সবসময় মাথায় রাখা উচিত ওরা যাই করুক না কেন শেষ পর্যন্ত পরিবার পাশেই থাকবে।
আসলে তার মতে সমস্যাটা জানলে তো সমাধান করাই যায় একসাথে। পাশাপাশি তার মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে তিনি জানান তাদের সম্পর্কটা ভীষণই ভালো। এখনো পর্যন্ত সে কার কার সাথে কবে ডেটে গিয়েছে তাও তিনি জানেন। আসলে তার মতে সন্তানকে একটা কমফোর্ট জোন দেওয়া উচিত সকল বাবা-মায়ের।