আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে ডিসেম্বরকে স্বাগত জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! তাকে দেখে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন সকলের সাথে।
শীতের শুরুতে এবার একটি ছবি পোস্ট করেছেন তিনি। সাথে সেখানে ডিসেম্বরকে স্বাগত জানানোর কথা উল্লেখ করেছেন। আমরা সকলেই জানি ডিসেম্বর মাসেই অলস সময়। এই সময় সমস্ত কাজ ছেড়ে একাকী মুহূর্তে উপভোগ করতে পছন্দ করেন সকলে।
শীতের সোয়েটার, শীতের ফুল সবমিলিয়ে অন্যরকমের আবহ তৈরি করে। ব্যতিক্রমী নন এই অভিনেত্রী সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে মিষ্টিভাবে পোজ দিতে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগত ডিসেম্বর।’ রংচঙে একটি পোশাক পরেছেন তিনি আর চোখে গাঢ় করে কাজল
এই সাধারণ সাজেই অপরূপ সুন্দরী লাগছিল তাকে দেখতে। তাইতো সেটা দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা সময়ের সাথে সাথে তার সৌন্দর্য্য ক্রমাগত বাড়ছে। জৌলুসের সাথেই বয়স বাড়ছে তার। এছাড়াও অন্যান্য মন্তব্য করেছেন ভক্তরা।
উল্লেখযোগ্য, সিনেমার কাজ, বিজ্ঞাপনের কাজ সবমিলিয়ে বেশ রয়েছেন অভিনেত্রী। যদিও স্বামীর সাথে দীর্ঘ সময় ধরে বিচ্ছেদ হয়েছে, তবে একা কিন্তু বেশ আনন্দে আছেন তিনি। জীবনটাকে ভরপুর উপভোগ করছেন। একমাত্র কন্যার সাথে মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। যার দ্বারা দু’জনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক স্পষ্ট হয়।