Swastika: চোদ্দো শাক, চোদ্দো প্রদীপে ভূত চতুর্দশী পালন স্বস্তিকার! দেখুন সেইসব ছবি

Swastika: টলিউডের নামকরা অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের সংস্কৃতিকে ভোলেননি স্বস্তিকা মুখার্জি (Swastika)! সমস্ত নিয়ম মেনে পালন করেছেন ভূত চতুর্দশী। আমরা সকলেই জানি বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। প্রত্যেক মাসে কিছু না কিছু অনুষ্ঠান থাকে বাঙালীর ঘরে ঘরে।

এই যেমন দীপাবলীর আগের দিন ভূত চতুর্দশী। একেক বাড়িতে একেক রকম নিয়ম পালিত হয়। সেরকমই স্বস্তিকা মুখার্জির বাড়িতেও বেশ কিছু নিয়ম রয়েছে। তাই তিনি নিষ্ঠা সহকারে পালন করেছেন আর সেই ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যা দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটিজেনরা। তিনি এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় সাদা চন্দন, লাল চন্দন, সিঁদুর, দরজার ফোঁটা-সহ চোদ্দোটা প্রদীপ জ্বালানো এবং চোদ্দো রকমের শাক খাওয়া সবকিছুই পালন করেছেন মা তাকে যেমনভাবে শিখিয়েছিলেন ঠিক তেমনভাবেই।

আর ক্যাপশনে লিখেছেন, ‘মা যা যা শিখিয়ে গেছিলো সব করা হয়েছে।
মন দিয়ে। সাদা চন্দন বাটা, লাল চন্দন বাটা, সিঁদুর গোলা, দোরে ফোঁটা, ১৪ প্রদীপ জ্বালানো আর চোদ্দ শাক খাওয়া। ভূতচতুর্দশী স্পেশাল।’ যা দেখার পরে নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘আপনি এতো বড়ো অভিনেত্রী হওয়া সত্ত্বেও যে এভাবে সমস্ত রীতি পালন করেছেন তা দেখে আমি অভিভূত।’ এছাড়াও আরো বেশ কিছু মন্তব্য করেছেন সকলে। আসলে তিনি যতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান না কেন নিজের শিঁকড়কে কখনোই ভোলেননি। আর এই বিষয়টিই তাকে অন্যদের থেকে আলাদা করে।

#swastika #bhootchaturdashi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক