Swastika: মায়ের প্রিয় রঙের পোশাক পরে স্মৃতি রোমন্থন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির (Swastika)! যা দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনরাও। আসলে মা-বাবার অনুপস্থিতি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেন এই অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখলেই বোঝা যায় মা ও বাবার প্রতি কতটা ভালবাসা রয়েছে তার।
তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত এখনো স্মৃতিতে রেখে দিয়েছেন তিনি। তাদের পছন্দের প্রত্যেকটি জিনিস আজও নিজের সাথে নিয়েই কাটিয়ে দিচ্ছেন জীবনের বাকি দিনগুলি। তার মায়ের হলুদ রং ভীষণ পছন্দের ছিল। মা চলে যাওয়ার পর খুব একটা এই রং গায়ে দিতেন না তিনি।
তবে এক কাছের মানুষ হলুদ রঙের একটি সুন্দর জামা তাকে তৈরি করে দিয়েছেন, তাই সেটি না পরে থাকতে পারেননি অভিনেত্রী। সেই পোশাক পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাথে তুলে ধরেছেন মনের বেশ কিছু কথা।
লিখেছেন, ‘মায়ের সবচেয়ে প্রিয় রং হলো হলুদ। মায়ের সবচেয়ে প্রিয় রং ছিল হলুদ। এই বর্তমান অতীতে ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। মা চলে যেতে খুব একটা এই রং গায়ে দিই না। বা দিলেও সেটা মাকে মনে রেখেই। কাকলি দি এত সুন্দর একটা আফগানি সালোয়ার স্যুট বানিয়েছে যে গায়ে না দিয়ে পারলাম না। যারা হলুদ ভালোবাসে আমার মায়ের মতো, এটা তাদের জন্য।’
তার এই পোস্ট দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন মা সবসময় তার সাথেই রয়েছেন। বাবা-মা কখনো ছেলেমেয়েদের ছেড়ে যান না বরং প্রত্যেক মুহূর্তেই সঙ্গে সঙ্গে থাকেন। উল্লেখ্য, নতুন নতুন জামা পরতে ভীষণই পছন্দ করেন এই অভিনেত্রী। সব ধরনের পোশাকেই সাবলীল তিনি।
#Swastika #Tollywood
