পরনে লাল-সাদা আটপৌরে শাড়ি, হাতে মোটা শাঁখা-পলা, সিঁথি ভর্তি সিঁদুর! তাহলে কি নতুন করে বিয়ের পিঁড়িতে স্বস্তিকা? এমন প্রশ্নই জেগে উঠেছে তার নতুন ভিডিও দেখার পর। তবে আসল সত্যিটা কী? জানুন এই প্রতিবেদনে। বরাবর ফ্যাশন সম্পর্কে আগ্রহী এই অভিনেত্রী। তাইতো দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন শো’গুলিতে অংশগ্রহণ করেন তিনি।
আর সেখানে গিয়ে নিজের ঐতিহ্যকে তুলে ধরেন গর্বের সাথে। সেরকমই এবার ‘বিশ্ব ফ্যাশন দিবস’ উপলক্ষ্যে তাকে এই সাজে দেখা গিয়েছে। যেখানে তিনি সাবেকি বঙ্গবধূ রূপে ধরা দিয়েছেন। আর তার গা ভর্তি সোনার গয়না সাথে হাতের তালপাখাটি আলাদা মাত্রা যোগ করেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনো তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনো তালপাখায় হাওয়া করছেন। ক্যাপশনে লিখেছেন, “নিশি সাজ রাখা আজ শৃঙ্গার মাঝে। ওয়ার্ল্ড ফ্যাশন ডে’র ভালোবাসায়।’
তাকে এই রূপে দেখলে অনেকেই ভাববেন হয়তো নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। যদিও এই প্রথম নয় এর আগেও তাকে এমন রূপে দেখেছেন ভক্তরা। প্রত্যেকবারই তিনি মুগ্ধ করেন সকলকে। আসলে যে কোনো সাজকেই আত্মবিশ্বাসের সাথে তুলে ধরতে পারেন তিনি।
এই বিষয়টিই তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। উল্লেখ্য, টলিউডের পাশাপাশি তিনি বলিউডেও কাজ করছেন। সময়ের সাথে সাথে অভিজ্ঞ অভিনেত্রীর পরিচয় দিয়ে চলেছেন তিনি। একইসাথে নিজস্ব সময় কাটাতেও ভোলেন না।