আতঙ্কে বুকে হাত দিয়ে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন তেজস্বী! হঠাৎ কী হয়েছিল তাঁর?

বলিউড মহল্লার শনিবার রাতটা ছিল জমজমাট। উদ্‌যাপনের আবহে উপস্থিত সেলিব্রিটিদের মুখে ঝিলমিল করছিল খুশির আলো। পানীয়ের গ্লাস ঘুরছে হাতে হাতে, আর অন্যদিকে ক্যামেরার সামনে একসঙ্গে ‘পোজ়’ দিয়ে ব্যস্ত ছিলেন ভারতী সিংহ, দেবিনা বন্দ্যোপাধ্যায়, এষা সিংহ এবং তেজস্বী প্রকাশ। চারজনই ছিলেন উচ্ছ্বসিত, হাসিখুশি, আর ছবিতে ধরা দিচ্ছিল তাঁদের ফুরফুরে মুড।

এমনই মুহূর্তে আচমকাই বদলে গেল সবকিছু। দেবিনা যখন আদর করে হাত রাখছেন ভারতীর গর্ভে, তখন হঠাৎই বুকে হাত রেখে পিছিয়ে গেলেন তেজস্বী প্রকাশ। অপ্রত্যাশিত এই আচরণে হতভম্ব বাকিরা। কেউ বুঝে উঠতে পারলেন না, কী হল অভিনেত্রীর? কয়েক সেকেন্ড আগেই যেখানে হাসিমুখে ছিলেন তেজস্বী, সেখান থেকে নিমেষে নিজেকে সরিয়ে নিলেন তিনি। মুখে স্পষ্ট ভয় আর অস্বস্তির ছাপ।

ঘটনার ভিডিও রবিবার সকালেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, আর সঙ্গে সঙ্গেই শুরু হয় জল্পনা-কল্পনা। তেজস্বীর অনুরাগীরা চিন্তিত—অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লেন কি? শারীরিক সমস্যা নাকি অন্য কিছু?

অনেকে আবার আরও অন্য ব্যাখ্যা দিচ্ছেন। আলোঝলমলে পার্টির পরিবেশে উড়ে বেড়ানো ছোট পোকামাকড় বা গঙ্গাফড়িংয়ের উৎপাত কি তেজস্বীকে অস্বস্তিতে ফেলেছিল? এমনই মত একদল নেটিজেনের। কারণ ভিডিওতে দেখা যায়, তেজস্বী হাতের মুঠোয় কিছু চেপে ধরেছেন, যেন হঠাৎ উড়ে এসে তাঁর গায়ে বসা কোনো পোকাকে সরানোর চেষ্টা করছেন। সেই মুহূর্তে তাঁর মুখভঙ্গি ভয়, বিরক্তি আর অস্বস্তিতে ভরা। এমন দৃশ্য দেখে অবাক হয়েছিলেন ভারতী সিংহও।

যদিও ঘটনার সত্যতা এখনও স্পষ্ট হয়নি। তেজস্বী বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বাড়ছে কৌতূহল। পার্টি শেষে দেবিনা ও ভারতীরা যেমন প্রশ্ন নিয়ে বাড়ি ফিরেছেন, তেমনই নেটিজেনরাও মন্তব্য বাক্সে রেখে যাচ্ছেন একের পর এক প্রশ্ন—আসলেই কী হয়েছিল তেজস্বী প্রকাশের সঙ্গে?

বলিউডের গ্ল্যামারাস পার্টিতে এমন হঠাৎ আতঙ্কের মুহূর্ত আরও রহস্য গভীর করছে। আপাতত সেই ভাইরাল ভিডিও ঘিরেই নেটপাড়ায় তোলপাড়।

আরও পড়ুন
‘ওরা আমাকে প্রোডাক্ট বানিয়েছিল…’, যে কারনে এক সময় বাংলা ছাড়তে পারেন নী প্রসেনজিৎ

প্রশ্নোত্তর (FAQ)

১. প্রশ্ন: ঘটনাটি কোথায় ঘটেছিল?
উত্তর: বলিউড সেলিব্রিটিদের এক উদ্‌যাপন পার্টিতে এই ঘটনা ঘটে।

২. প্রশ্ন: তেজস্বী প্রকাশ কার সঙ্গে ছিলেন?
উত্তর: তিনি ভারতী সিংহ, দেবিনা বন্দ্যোপাধ্যায় ও এষা সিংহের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন।

৩. প্রশ্ন: হঠাৎ তেজস্বী কী করেন?
উত্তর: তিনি বুকে হাত রেখে ভয় পেয়ে দ্রুত পিছিয়ে যান।

৪. প্রশ্ন: কেন আতঙ্কিত হয়ে পড়েন তিনি?
উত্তর: সঠিক কারণ এখনও জানা যায়নি।

৫. প্রশ্ন: নেটিজেনরা কী ধারণা করছেন?
উত্তর: অনেকে মনে করছেন, আলোয় আকৃষ্ট হয়ে কোনো পোকা উড়ে এসে তাঁর গায়ে বসেছিল।

৬. প্রশ্ন: ভিডিওতে তেজস্বীর হাতে কী দেখা গেছে?
উত্তর: তিনি মনে হচ্ছিল হাতের মুঠোয় কিছু চেপে ধরেছেন।

৭. প্রশ্ন: অভিনেত্রীর আচরণে অন্যরা কীভাবে প্রতিক্রিয়া জানান?
উত্তর: বাকিরা হতভম্ব হয়ে যান এবং বিষয়টি বোঝার চেষ্টা করেন।

৮. প্রশ্ন: ভারতী সিংহ কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন?
উত্তর: তিনি অবাক হয়ে তেজস্বীর দিকেই তাকিয়ে ছিলেন।

৯. প্রশ্ন: দেবিনা বন্দ্যোপাধ্যায় তখন কী করছিলেন?
উত্তর: তিনি তখন ভারতীর গর্ভে আদর করে হাত রেখেছিলেন।

১০. প্রশ্ন: ভিডিওটি কেন ভাইরাল হয়েছে?
উত্তর: তেজস্বীর হঠাৎ আতঙ্কিত হওয়া এবং রহস্যজনক প্রতিক্রিয়ার কারণে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।

১১. প্রশ্ন: তেজস্বীর অনুরাগীরা কেন উদ্বিগ্ন?
উত্তর: তাঁরা জানতে চাইছেন, তেজস্বী অসুস্থ হলেন কি না।

১২. প্রশ্ন: এই নিয়ে অফিসিয়ালি কিছু বলা হয়েছে কি?
উত্তর: এখনো পর্যন্ত তেজস্বী বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

১৩. প্রশ্ন: ঘটনাটি কখন ঘটেছিল?
উত্তর: শনিবার রাতের পার্টিতে এই ঘটনা ঘটে।

১৪. প্রশ্ন: সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু কী?
উত্তর: তেজস্বী ঠিক কী কারণে ভয় পেলেন—এটাই এখন আলোচনার কেন্দ্র।

১৫. প্রশ্ন: ঘটনার আসল কারণ কি জানা যেতে পারে?
উত্তর: তেজস্বী প্রকাশ বা তাঁর টিমের বক্তব্যই আসল কারণ পরিষ্কার করতে পারে; এখন পর্যন্ত তা পাওয়া যায়নি।

#TejasswiPrakash
#BollywoodParty
#ViralVideo

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক