Dhaka Airport Fire: ঢাকা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

Dhaka Airport Fire: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্গো ভিলেজ এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা উপস্থিতদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেন।

খবর
Dearness Allowance: রাজ্য সরকারী কর্মীদের জয়ের পূর্বাভাস, কেন্দ্রীয় হারে পাবেন ডিএ

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৩০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালাচ্ছে আরও ৬টি ইউনিট। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিজিবি এবং নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

এদিকে, বিমানবন্দরের সমস্ত ফ্লাইট ওঠানামা আপাতত স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, আগুনের কারণে অন্তত নয়টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বিকল্পভাবে চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে নেমেছে। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি এবং সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণ করেছে।

খবর
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় চাঞ্চল্য! চিকিৎসক পরিবারের নাম বাংলাদেশ ও ভারতের ভোটার তালিকায় একসঙ্গে

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দমকল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।

খবর
KTM ইলেকট্রিক সাইকেল ২০২৫: স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সংমিশ্রণ

#DhakaAirportFire #HazratShahjalalInternationalAirport #DhakaFire #BangladeshNews #AirportAccident #BreakingNews #CargoVillageFire #FlightSuspension #FireService #DhakaBreaking

error: Content is protected !!