বরযাত্রীদের আনতে ৩টি ফ্যালকন ২০০০ জেট বিমান ভাড়া করেছেন আম্বানিরা

20240712 131324

গত কয়েক মাস ধরেই চলছে প্রাক বিবাহ। অবশেষে ১২ই জুলাই হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান। চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। আজ বিয়ের পিঁড়িতে আসবেন রাধিকা ও অনন্ত। ইতিমধ্যে আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া সেজে উঠেছে। আলো ও ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ে বাড়ি। মূলত গাঁদা পুল ও আলো দিয়ে সাজানো হয়েছে।

এই বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানান অনুষ্ঠান। গুজরাটের জামনগরে হয়েছে এই বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান। এবার মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান। তবে তার আগে সাত দিন ধরে নানান অনুষ্ঠান হয়ে চলেছে। আর সেই অনুষ্ঠান ঘিরে নানান অতিথি সমাগম দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, শুক্রবার রাধিকা ও অনন্তর বিয়েতে বিদেশ থেকে আসা বরযাত্রীদের আনতে ৩টি ফ্যালকন ২০০০ জেট বিমান ভাড়া করা হয়েছে।

এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ চাটার্ড বিমান। জানা যাচ্ছে, এই বিমানের ভাড়া ঘন্টা পিছু ৭ লক্ষ ২০ হাজার টাকা৷ এই বিমানের সিইও রাজন মেহরা জানিয়েছেন, অতিথিদের আনার জন্য তার কোম্পানির তিনটি বিমান ভাড়া করেছে আম্বানির পরিবার। এই বিমান সারা দেশে একাধিক ট্রিপ করবে বলেও জানান তিনি।

এই তিনটি ছাড়াও আরও ১০০টি বিমান অতিথি আনার কাজে নিয়োজিত থাকছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের বান্দ্রা কুরলা সেন্টারে রয়েছে জিও ওয়ার্ল্ড সেন্টার৷ সেখানেই আয়োজিত হতে চলেছে রাজকীয় বিয়ে। এই বিয়ে উপলক্ষ্যে ১২ থেকে ১৫ই জুলাই দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু অনুষ্ঠানের যানবাহনের জন্য খোলা থাকবে৷

মূল বিয়ে হবে ১২ই জুলাই। এরপর দুই দিন আশীর্বাদ ও রিসেপশন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গোটা এলাকা আলো ও ফুল দিয়ে সাজানো হয়েছে। গত দুই সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান ঘিরে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান। যেখানে আন্তর্জাতিক স্তরের একাধিক শিল্পীকে হাজির হতে দেখা গিয়েছে।