20240712 152020

দেখতে দেখতে বিয়ের একবছর পার করে ফেললেন টলি পাড়ার জনপ্রিয় দম্পতি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। গত বছর ৯ই জুলাই এই দিনেই সই করে পাকাপাকি বিয়ে করেন শ্রুতি স্বর্ণেন্দু। সেই বিয়ের একবছর পূর্ণ হলো গতকাল। এর আগের বার বিয়ের দিন শ্রুতিকে দেখা গিয়েছিল শাড়ি ও সিলভার জুয়েলারিতে। এবছর রাতে কেমন সাজলেন তা নিয়ে সকলের কৌতুহল ছিল।

এবছর বিবাহবার্ষিকীতে শ্রুতি ও স্বর্ণেন্দুকে দেখা গেলো লাল রংয়ের পোশাকে। সাদা ফুল স্লিভলেস ব্লাউজ ও লাল শাড়িতে দেখা গেলো শ্রুতিকে। অপরদিকে লাল রংয়ের পাঞ্জাবিতে সাজলেন স্বর্ণেন্দু। কাস্টমাইজড কেক কেটে বিবাহবার্ষিকী পালন করলেন তারা। তাদের বিয়ের কেকটি দেখলে মন ভালো হয়ে যাবে সকলের।

বিয়ের কেকটি শ্রুতি ও স্বর্ণেন্দুর সুখস্মৃতি দিয়ে সাজানো। লাল বক্সের উপর রাখা সাদা কেক। চারপাশে রয়েছে জুটির অসংখ্য ছবি। এই কেক কেটেই দীর্ঘ একবছরের বৈবাহিক জীবনের সেলিব্রেশন করলেন তারা।

শ্রুতি ও স্বর্ণেন্দুর প্রেম হয় ধারাবাহিকের সেট থেকেই। শ্রুতির ডেবিউ মেগার পরিচালক ছিলেন স্বর্ণেন্দু। পরিচালকের কাছে বকা খেতে গিয়েই তার প্রেমে পড়েন শ্রুতি। জানা যায়, পরিচালককে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন নায়িকা নিজেই। যদিও তাদের মধ্যে বয়সের ফারাক ১৪ বছর। কিন্তু তা কখনই তাদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

তবে তাদের বয়সের পার্থক্য নিয়ে কম ট্রোলিং সহ্য করতে হয়নি। তবে দিন শেষে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে থেকেছেন। ‘রাঙা বউ’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে শ্রুতিকে। এরপর বড় পর্দায় ‘আমার বস’ ছবিতে অভিনয় করেছেন তিনি।