ভারতবর্ষের এই গ্রামের মেয়েদেরকে নগ্ন থাকতে হয়, পুরুষদের এই কাজ করতে হয়

The girls of this village in India have to be naked, the men have to do this

ভারতবর্ষ জুড়ে নানান উপজাতির মানুষের বসবাস। আমাদের দেশ জুড়ে নানান জায়গায় মিশে রয়েছে নানান ঐতিহ্য ও সংস্কৃতি। আর এই সংস্কৃতিকে আগলেই আমাদের দেশের মানুষ বাস করে চলেছে যুগের পর যুগ। ভারতের প্রতিটি রাজ্যে রয়েছে আলাদা বৈচিত্র্য। তেমনই হিমাচল প্রদেশের মণিকর্ণা উপত্যকায় পিনি গ্রামে এমন এক অদ্ভুত রীতির প্রচলন রয়েছে। সেই রীতির কথা শুনলে অবাক হবেন।

এই গ্রামের মহিলারা বছরে বিশেষ পাঁচটি দিন কোনো পোশাক পরেন না৷ ওই কয়েকদিন বাড়ি থেকে তারা বের হন না। ওই গ্রামের কিছু মহিলা আজও সেই নিয়ম মেনে চলেন। তারা তাদের ইচ্ছেতেই এই নিয়ম মেনে চলেন। যদিও শুধু মহিলা নয়, পুরুষদের জন্যও রয়েছে নিয়ম। ওইসময় পুরুষেরা কোনোরকম সুরা পান করতে পারেন না৷

এমন সংবাদ প্রচলিত আছে, ওই গ্রামে যে মহিলারা বাস করেন তারা যদি এই সংস্কৃতি না মানেন তাহলে কয়েকদিনের মধ্যে খারাপ সংবাদ শুনতে পান। এই গ্রামের দম্পতিরা অন্যান্য দম্পতিদের থেকে দূরত্ব বজায় রাখেন। মনে করা হয় এই প্রথা পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এর পাশাপাশি ওইসময় যদি কোনো পুরুষ মাছ বা মাংস স্পর্শ করেন তবে তিনি ক্ষতির সম্মুখীন হন। কোনো পুরুষ মহিলাকে দেখে হাসতে পারবেন না। এই বিশেষ সময় বাইরের কোনো লোককে গ্রামে প্রবেশ করতে দেওয়া হয় না৷ বাইরের কোনো মানুষ গ্রামের এই সংস্কৃতির অংশ হতে পারেন না৷

কিন্তু এমনটা হওয়ার কারণ কী? এর পিছনে রয়েছে ইতিহাস। গ্রামের লোকের মুখে প্রচলিত রয়েছে বহু শতাব্দী আগে এক রাক্ষস বাস করত যে গ্রামের সুন্দর পোশাক পরা মহিলাদের তুলে নিয়ে যেতো। এক দেবতার দ্বারা গ্রামের এই রাক্ষসের অবসান ঘটানো হয়। গ্রামের মানুষ আজও মনে করেন ওই দেবতা আজও গ্রামে আসেন।

আরও পড়ুন,
*Viral News: উলাটপুরাণ! বিবাহবিচ্ছেদের পর ঢাকঢোল পিটিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলেন বাবা