বেঙ্গালুরুর রিসর্টে সুধা মূর্তি–কিরণের নাচ, ভাইরাল ভিডিওতে প্রশংসার বন্যা

বয়স শুধুই সংখ্যা—এ কথার জ্বলন্ত প্রমাণ হয়ে সামনে এলেন দুই ভারতীয় আইকন সুধা মূর্তি এবং কিরণ মজুমদার শ। রাজ্যসভার সাংসদ, লেখিকা এবং ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি এবং বায়োকন লিমিটেডের প্রতিষ্ঠাতা, শিল্পপতি কিরণ মজুমদার শ-র একসঙ্গে নাচের দৃশ্য সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরুর এক বিলাসবহুল রিসর্টে কিরণের ভ্রাতুষ্পুত্রের বিয়ের আয়োজন করা হয়। অতিথিদের তালিকায় ছিলেন সুধা মূর্তি, শিল্পোদ্যোক্তা অনিল শেট্টি সহ আরও অনেকে। বরযাত্রীরা যখন আনন্দে মেতে উঠেছেন, তখনই দেখা যায়—সত্তরোর্ধ্ব সুধা মূর্তি এবং কিরণ মজুমদার শকেও হাত তুলে নাচতে।

গোলাপি শাড়িতে সেজে অনবদ্য উচ্ছ্বাসে তাল মিলিয়েছেন সুধা মূর্তি। পাশে সমান উৎসাহে নেচেছেন কিরণও। ঘোড়ায় চড়ে পিছনে দাঁড়িয়ে ছিলেন পাত্র, আর সামনে অতিথিরা জমিয়ে তুলেছেন নৃত্যের আসর।

এই মনোমুগ্ধকর মুহূর্তটি নিজের ইনস্টাগ্রামে ভিডিও আকারে শেয়ার করেন অনিল শেট্টি। পোস্টে তিনি লেখেন, “আমার নাচের দিকে নজর দেবেন না। বরং দেখুন, কী অসাধারণ এনার্জি নিয়ে নাচছেন এই দু’জন সত্তরোর্ধ্ব মহিলা!”

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “সুধা মূর্তি মানুষ হিসাবে অত্যন্ত ভাল। ওঁর মুখে সবসময় হাসি।” আরেকজনের মন্তব্য—“এটাই জীবনের আনন্দ। বয়স নয়, মনটাই আসল।”

সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন—সবাই মুগ্ধ সুধা মূর্তি ও কিরণের প্রাণবন্ত উপস্থিতিতে। তাঁদের বয়সকে হার মানানো এই উচ্ছ্বাসই যেন মনে করিয়ে দেয়—জীবন উপভোগ করতে হলে বয়স নয়, দরকার কেবল উৎসাহ আর মন ভালো রাখার ইচ্ছে।

FAQ

১. প্রশ্ন: কোথায় বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: কর্নাটকের বেঙ্গালুরুর একটি বিলাসবহুল রিসর্টে বিয়ের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন
Subhasree: শিশু দিবসের প্রাক্কালে ছেলেমেয়েদের একগুচ্ছ ছবি পোস্ট শুভশ্রীর! ভালোবাসায় ভরিয়ে তুললেন নেটিজেনরা

২. প্রশ্ন: কার বিয়েতে অতিথি হিসেবে গিয়েছিলেন সুধা মূর্তি?
উত্তর: কিরণ মজুমদার শ-র ভ্রাতুষ্পুত্রের বিয়েতে আমন্ত্রিত ছিলেন তিনি।

৩. প্রশ্ন: ভাইরাল ভিডিওটি কে পোস্ট করেছেন?
উত্তর: শিল্পোদ্যোক্তা অনিল শেট্টি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন।

৪. প্রশ্ন: ভিডিওতে কাকে নাচতে দেখা যায়?
উত্তর: সুধা মূর্তি এবং কিরণ মজুমদার শ-কে বরযাত্রীদের সঙ্গে নাচতে দেখা যায়।

৫. প্রশ্ন: ভিডিওতে সুধা মূর্তির পরনে কী ছিল?
উত্তর: তাঁর পরনে ছিল গোলাপি রঙের শাড়ি।

৬. প্রশ্ন: অনিল শেট্টি ভিডিওটি পোস্ট করে কী লিখেছেন?
উত্তর: তিনি লিখেছেন—“আমার নৃত্যশৈলীর দিকে নজর দেবেন না, বরং দেখুন দু’জন সত্তরোর্ধ্ব মহিলার উৎসাহ!”

৭. প্রশ্ন: পাত্রকে কোথায় দেখা গেছে?
উত্তর: ভিডিওতে দেখা যায়, পাত্র ঘোড়ায় চেপে পিছনে অপেক্ষা করছেন।

৮. প্রশ্ন: ভিডিওটি সামাজিক মাধ্যমে কেমন প্রতিক্রিয়া পেয়েছে?
উত্তর: ভিডিওটি ভাইরাল হয়ে নেটপাড়ায় প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে।

৯. প্রশ্ন: নেটিজেনরা সুধা মূর্তি সম্পর্কে কী বলেছেন?
উত্তর: অনেকেই বলেছেন, তিনি খুব ভাল মানুষ এবং সবসময় হাসিখুশি থাকেন।

১০. প্রশ্ন: এই ভিডিওটি কেন আলোচনায় এসেছে?
উত্তর: সত্তরোর্ধ্ব দুই বিখ্যাত নারীর প্রাণবন্ত নাচ ও উদ্দীপনা দেখে সবাই মুগ্ধ হয়েছেন, তাই ভিডিওটি আলোচনার কেন্দ্রে এসেছে।

#SudhaMurty
#KiranMazumdarShaw
#ViralVideo

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক