আসতে চলেছে আইফোন ১৬ সিরিজ, কোন প্রসেসর থাকবে?

20240706 202154

প্রতি বছর আইফোন তার নতুন সিরিজ নিয়ে হাজির হয়। তেমনই এতদিন পর্যন্ত আইফোন-এর ১৫ সিরিজ পর্যন্ত আমরা দেখেছি। এবার আসতে চলেছে আইফোন ১৬ সিরিজ। আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসতে চলেছে সেই নতুন ফোন। এরই মধ্যে আগত ফোন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ম্যাক রিউমারের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নতুন আইফোনে যুক্ত হতে চলেছে এ১৮ প্রসেসর।

এর আগের ফোনগুলিতে অন্য প্রসেসর ছিল৷ এবার নতুন ফোনে থাকছে এ১৮ প্রসেসর। শেষ সংস্করণ হিসেবে আইফোন ১৫-এ ছিল এ১১৬ ও এ১৭ প্রসেসর। এবার যুক্ত হতে চলেছে এ১৮ প্রসেসর। নিকোলাস আলভারেজ নামক এক ব্যক্তির তথ্য অনুযায়ী, নতুন পাঁচটি মডেলের আইফোনের ব্যাকএন্ড কোড পাওয়া গেছে।

প্রতিটি মডেলে থাকবে এ১৮ প্রসেসর। তবে আইফোন ১৬ সিরিজে চারটি মডেল থাকলেও কোডে পাঁচটি মডেল ফোনের সন্ধান পাওয়া গিয়েছে। এর পাশাপাশি প্রসেসর ছাড়াও র‍্যামে পরিবর্তন আসতে পারে। আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসে ৮ গিগাবাইট র‍্যাম যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।