প্রয়াত (বৃহস্পতিবার সকালে) হয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী এবং পদ্মবিভূষণ প্রাপক পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বেনারস ও কিরানা ঘরানার এই মহাতারকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন খেয়াল, ঠুমরি, ভজন সহ বিভিন্ন ধারার সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
৩ অগাস্ট ১৯৩৬ সালে আজমগড়ের হরিহরপুরে জন্মগ্রহণ করেন ছান্নুলাল মিশ্র(Chhannulal Mishra)। ছেলেবেলা থেকেই সঙ্গীতে তাঁর গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। একজন বিখ্যাত তবলাবাদক ছিলেন তাঁর দাদু গুদাই মহারাজ শান্তা প্রসাদ।
আরও পড়ুন,
Koel: সিঁদুরে রাঙা অভিনেত্রী কোয়েল, ভাগ করে নিলেন বিজয়ার মূহুর্তগুলি
একজন পিতা যেমতা তাঁর পুত্রকে শিখিয়ে থাকেন তাঁর সারাজীবনের অর্জিত বিদ্যা। ঠিক তেমনই পণ্ডিত ছান্নুলাল মিশ্র(Chhannulal Mishra)-র পিতা বদ্রী প্রসাদ মিশ্র সঙ্গীতের খুঁটিনাটি শিখিয়েছিলেন তাকে। সে তখন অল্প বয়সী। ২ অক্টোবর ২০২৫ সাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছান্নুলাল মিশ্র(Chhannulal Mishra)।
আরও পড়ুন,
Lemon Water: লিভারের সমস্যা দূর হবে, এই পানীয় তৈলাক্ত ত্বকের যম
মাত্র ৬ বছর বয়সে ছান্নুলাল সঙ্গীত সাধনা শুরু করেন এবং ৯ বছর বয়সেই তিনি তাঁর প্রথম গুরু উস্তাদ গনি আলি সাহেবের থেকে খেয়াল শেখার সুযোগ পান। এরপর ছান্নুলাল কিরানা ঘরানার বিখ্যাত উস্তাদ আব্দুল গনি খান এবং ঠাকুর জয়দেব সিংয়ের কাছ থেকেও প্রশিক্ষণ নেন। এভাবেই ছান্নুলাল মিশ্রের সঙ্গীত যাত্রা শুরু হয়, যা তাঁকে বেনারস ঘরানা এবং কিরানা ঘরানার গায়কীর একজন প্রতিনিধি শিল্পী করে তোলে।