প্রয়াত জুবিন গর্গ, কোন গান গেয়ে সঙ্গীত জগতে সকলের নজর কেড়েছিলেন?

প্রয়াত জুবিন গর্গ

মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত জুবিন গর্গ। অসমীয়া ব্রাহ্মণ পরিবারে সন্তান জুবিন গর্গ। বাবা একজন গীতিকার এবং কবি। মা ছিলেন একজন গায়িকা। ছোটবোন ছিলেন একজন অভিনেত্রী এবং গায়িকা। যিনি ২০০২ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। অন্য বোন ডঃ পামে বোরঠাকুর একজন অধ্যাপিকা। ফলে সঙ্গীত এবং সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠতা জুবিন গর্গের শৈল্পিক সাধনাকে ছেলেবেলা থেকেই দৃঢ় করে তুলেছিল।

জন্ম সূত্রে তিনি অসমিয়া হলেও – বাংলা, হিন্দি ও অহমিয়া সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়ে বিশ্বকে মাতিয়েছেন । শুক্রবার দুপুরে আচমকা তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে। তাঁর অকাল প্রয়াণ সঙ্গীত জগতের জন্যও অপূরণীয় ক্ষতি। শোকস্তব্ধ বিশ্বজুড়ে গায়েকের অনুরাগীরা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ঘটে যায় দুর্ঘটনা ঘটনা। এর পর তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি! সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ। গায়কের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে জুবিন গর্গের মৃত্যুর খবর। প্রিয় গায়কের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ।

আরও পড়ুন,
পোশাকে বসানো মেশিন থেকে বেড়িয়ে আসছে লম্বা ইনভয়েস! আবারও চমক লাগালেন উরফি জাভেদ

জুবিন গর্গ তার বহুমুখী প্রতিভার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। কর্মজীবনে বাংলা, হিন্দি ও অসমিয়া সহ মোট ৪০টি ভাষায় গান গেয়েছেন। একজন গায়কের পাশাপাশি তিনি একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, কবি এবং একজন সমাজসেবী ছিলেন। দোতারা, হারমনিয়াম থেকে শুরু করে তবলা, মোট ১২টি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে সক্ষম ছিলেন।

আরও পড়ুন,
স্কুবা ডাইভিং নয় অন্য কিছু! জুবিন গর্গের মৃত্যুর আসল কারন ফাঁস করলেন গরিমা

জুবিন গর্গের সেরা গান

আঞ্চলিক গান ছাড়াও, জুবিন গর্গ বেশ কিছু হিট গানের মাধ্যমে টলিউড সহ বলিউডেও নিজের ছাপ রেখে গিয়েছেন। তার উল্লেখযোগ্য কিছু গান- ‘কাঁতে’ (২০০২) এর ‘রামা রে’, ‘গ্যাংস্টার’ (২০০৬) এর ‘ইয়া আলি’, ‘নমস্তে লন্ডন’ (২০০৭) এর ‘দিলরুবা’, ‘কৃষ ৩’ (২০১৩) এর ‘দিল তু হি বাতা’, এবং। গোটা ভারত জুড়ে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে জুবিন গর্গের এই গানগুলি।

error: Content is protected !!