‘আমায় নিয়ে ভুলেও মিথ্যে বলো না, আমিও…’, যিশু-নীলাঞ্জনার ডিভোর্স জল্পনার মাঝে কাকে সতর্ক করলেন কন্যা-সারা?

মিথ্যে কথা বলা নিয়ে সারা সেনগুপ্তর ইনস্টাস্টোরি ঘিরে জল্পনা। যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় কাকে ইঙ্গিত করলেন তিনি, প্রশ্ন নেটিজেনদের।

গ্ল্যামার দুনিয়ায় ইতিমধ্যেই নিজের নাম তৈরি করেছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত। তবে ব্যক্তিগত জীবনে তিনি বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন। ২০২৪ সালে খবর আসে, যিশু ও নীলাঞ্জনা আলাদা থাকতে শুরু করেছেন। যদিও এখনও তাঁরা আইনিভাবে বিবাহবিচ্ছেদ করেননি, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। নীলাঞ্জনা নিজের নাম থেকে ‘সেনগুপ্ত’ বাদ দিয়ে বাবার পদবি ‘শর্মা’ ব্যবহার শুরু করেছেন। দুই মেয়েকে নিয়েই এখন একা থাকেন তিনি।

এদিকে, সম্প্রতি সারার একটি ইনস্টাস্টোরি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। স্টোরিতে তিনি শেয়ার করেছেন একটি কোটেশন—
“আমি জানি তুমি ম্যানিপুলেশনের মাস্টার, আর স্বভাবসিদ্ধ মিথ্যেবাদী। কিন্তু আমার নামে ভুলেও মিথ্যে বল না, আর আমিও তোমার নামে সত্যি বলব না।”
সেই সঙ্গে ছিল একটি কফির মগ ও এক চোখ ঢাকা ইমোজি। নেটিজেনরা মনে করছেন, এই পোস্টের মাধ্যমে হয়তো কারও উদ্দেশে বার্তা দিয়েছেন সারা।

সারার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে দেখা যায়, তিনি দেশি-বিদেশি একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। শিশুশিল্পী হিসেবে সৃজিত মুখোপাধ্যায়ের জনপ্রিয় সিনেমা ‘উমা’-য় অভিনয় করেছিলেন, যেখানে ছিলেন তাঁর বাবা যিশুও। তবে পড়াশোনা শেষ করে এখন মডেলিংয়েই মন দিয়েছেন সারা।

সারা সেনগুপ্তর ইনস্টাগ্রাম স্টোরি
সারা সেনগুপ্তর ইনস্টাগ্রাম স্টোরি

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের কারণ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। টলিপাড়ায় গুঞ্জন, অভিনেতার জীবনে অন্য সম্পর্কের ইঙ্গিতেই দূরত্ব বেড়েছে পরিবারের সঙ্গে। নীলাঞ্জনা জানিয়েছেন, ২০২৪ সাল তাঁকে শিখিয়েছে কে আসল বন্ধু। অন্যদিকে, যিশু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পরিবার নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না।

বিনোদন
‘দেব ভুল বলেছে …’, শুভশ্রীর খোলামেলা স্বীকারোক্তি

#JisshuSengupta #NilanjanaaSharma #SaraSengupta #Tollywood #CelebrityNews #BengaliCinema #EntertainmentNews #SocialMediaBuzz

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক