প্রেমে বিফল হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। অনেকক্ষণ ট্রেন না আসায় ভাঙ্গামন নিয়ে মেয়েটি ঘুমিয়ে পড়ে রেল লাইনের ওপর। সে মনে করেছিল ঘুমের মধ্যেই তার শেষ যাত্রা হবে। ট্রেন এসেছিল কিন্তু আত্মহত্যা করা আর হলো না। তাড়াতাড়ি ব্রেক করে ট্রেন গাড়ি থামিয়ে মেয়েটির ঘুম ভাঙ্গালো রেলের ড্রাইভার। এরপর রেললাইনে চলল রঙ্গমঞ্চ। সোশ্যাল মিডিয়ায় পুরো ভিডিও ভাইরাল হয়েছে।
শোনা যায় ,ঘটনাটি বিহারের মতিহারি গ্রামে ঘটেছিল। জনপ্রিয় ভিডিওতে দেখা গেছে পিঠে ব্যাগ নিয়ে স্কুলের ড্রেস পড়ে রেল লাইনের মধ্যে গভীর ঘুমে শুয়ে রয়েছে ১৫ থেকে ১৬ বছরের একটি মেয়ে।
প্রায় ট্রেন তাকে ধরে ফেলেছে তাকে। তখনো সে গভীরভাবে ঘুমোচ্ছে। এই দশায় ট্রেন থেকে নেমে মেয়েটিকে ডেকে তোলে ট্রেনের ড্রাইভার। হঠাৎ ঘুম ভাঙ্গায় মেয়েটি চমকে গিয়েছিল সে। মনে হয় এরপরই তার মনে পড়ে যায় সে কি করতে রেল লাইনে এসেছিল।
আত্মহত্যা করবে বলে মেয়েটি রেল লাইনের ওপর বসে পড়ে। সে কিছুতেই বাড়ি ফিরবে না। ওই দশায় তাকে প্রায় কোলে করে লাইন থেকে নিয়ে যায় ওখানকার গ্রামবাসীরা। রেলের তরফ থেকে জানা যায়, মতিহারি থেকে মুজফফরপুরের দিকে যাওয়ার সময় লাইনের মধ্যে শুয়ে থাকতে দেখে ট্রেন চালক।
आत्महत्या करने गई थी..लेकिन आ गई नींद बिहार के मोतिहारी, चकिया रेलवे स्टेशन पर एक लड़की आत्महत्या करने पहुंची और रेलवे ट्रैक पर ट्रेन के इंतजार करते हुए सो गबिहार के मोतिहारी, चकिया रेलवे स्टेशन पर एक लड़की आत्महत्या करने के इरादे से पहुंची, लेकिन ट्रेन का इंतजार करते हुए उसे… pic.twitter.com/e65DEYzMRl
— Prabhakar Kumar (@prabhakarjourno) September 10, 2024
তিনি সাথে সাথে জরুরী ব্রেক কোষেন। ওই দশায় মেয়েটি একেবারে উপরে গিয়ে ট্রেনটি থামে। এমনভাবে ট্রেনটি থেমে যাওয়ায় আশেপাশের লোকজন দৌড়ে আছে এবং ডেকে তোলা হয় মেয়েটিকে। শেষে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে রেল সূত্রে সংবাদ।
আরও পড়ুন,
*মালাইকার পরিবারে শোকের ছায়া, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন অনিল আরোরা