সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক জনপ্রিয় অভিনেত্রীর ছোট্টবেলার ছবি! যেটি পোস্ট করে সকলকে জিজ্ঞেস করা হয়েছে তারা এই অভিনেত্রী কে চিনতে পারছেন কিনা? তবে তাকে দেখে চিনতে ভুল করেননি নেটিজেনরা। প্রথম দেখাতেই সকলে বলেছেন তিনি হলেন দীপিকা পাড়ুকোন।
গতকালই কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। আর আজই একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হয়েছে তার ছোটবেলার ছবি। যেখানে দেখা যাচ্ছে সাদা রংয়ের ফ্রক পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। যা দেখার পর সকলের মুখে একটাই কথা ভীষণ মিষ্টি লাগছে অভিনেত্রীকে।
‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউড জগতে যাত্রা শুরু করেছিলেন দীপিকা, তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি রাজত্ব করছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ব্যক্তিগত জীবনে একাধিকবার চড়াই-উতরাই পেরিয়ে তিনি বিয়ে করেছেন আরেক অভিনেতা রণবীর সিংকে।
বর্তমানে তার সাথে সুখে সংসার করছেন তিনি। অন্যদিকে গত ফেব্রুয়ারী মাসেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে তারা জানিয়েছিলেন সেপ্টেম্বর মাসে তাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। তবে এরপরও তাকে একাধিক জায়গায় পারফরম্যান্স করতে দেখা গেছে।
যা দেখার পর নানান সমালোচনা করেছেন নেটিজেনরা। অনেকে এবার প্রশ্ন তুলেছিলেন যে তার বেবিবাম্প নাকি নকল। তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়ে কয়েকদিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাকে। তার কয়েকদিন পরই ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন,
*জন্মদিনের দিন আগামী সিনেমার ঘোষণা, অক্ষয়কে ‘Double’ শুভেচ্ছা নেটিজেনদের