‘এই পৃথিবী ভালোবাসায় ভরা’, পুজোর পর সকলকে নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন মধুমিতা

এই পৃথিবী ভালোবাসায় ভরা এবং তিনি তা গ্রহণ করতে শিখেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তেমনটাই জানালেন অভিনেত্রী মধুমিতা সরকার! বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মন্দিরে যেতে দেখা গিয়েছে তাকে। সেরকমই একটি মন্দিরে গিয়ে পুজোয় অংশগ্রহণ করেছিলেন তিনি।

শুধু তাই নয় পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করতেও দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে একটি সবুজ রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরিহিত অবস্থায় রয়েছেন তিনি। খোলা চুলে অসাধারণ সুন্দর লাগছে তাকে দেখতে।

ভিডিও শুরু হয় একটি মন্দিরে অবস্থিত বিভিন্ন দেবতাদের মূর্তি দিয়ে। এরপর দেখা যায় কখনো তিনি ঠাকুরের সামনে হাতজোড় করে রয়েছেন, আবার কখনো মাথা ঠেকিয়ে প্রণাম করছেন। আর সবশেষে যারা যারা সেখানে উপস্থিত রয়েছেন সকলকে নিজের হাতে প্রসাদ বিতরণ করছেন।

আর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই পৃথিবী ভালোবাসায় ভরা এবং আমি তা গ্রহণ করতে শিখেছি।’ আসলে বরাবর এই অভিনেত্রী প্রাণখোলা স্বভাবের। সকলের সাথে মিশতে এবং হাসিখুশি থাকতে ভীষণই পছন্দ করেন তিনি। সেরকমটাই দেখা গিয়েছে এই ভিডিওতে।

তার এই সরল রূপ দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকেই বলছেন তার এই বিশেষ গুণের জন্যই সবাই তাকে এতোটা ভালবাসেন। অন্যদিকে কিছুদিন আগেই ভিন রাজ্যের রাস্তায় দাঁড়িয়ে রাত দুটোর সময় তিনি বলেন তার দিকে কেউ তাকাচ্ছে না। প্রত্যেক মেয়েরা আসলে সেটাই চায়। তারা যেন দেশের সর্বত্র এভাবে নিরাপদে ঘোরাফেরা করতে পারে।

আরও পড়ুন,
*সালোয়ার কামিজ পরে ‘আই নেয়ি’ গানে উদ্দাম নাচ দর্শনা বণিককের, রইলো ভিডিও

error: Content is protected !!