বিখ্যাত অলিম্পিক জয়ী মনু ভাকের কে আমরা কমবেশি সকলেই চিনি। প্যারিস অলিম্পিকে মনু ভাকের প্রথম পদক জিতে ছিলেন। শুধুমাত্র তাই নয় দ্বিতীয় পদক ও তিনিই জিতে ভারতে এনেছিলেন। ইতিহাসের পাতায় এই প্রথমবার কোন মেয়ে জোড়া পদক জিতে নাম করেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ আরো বিশেষ বিশেষ সবার কাছেই মনু ভাকের দেশের গর্ব। তাকে নানান জায়গা থেকে অনুষ্ঠানে ডাকা হয়, তিনি সেখানে তার এই জোড়া মেডেল দুটো নিয়েই যান সবসময়। মনু ভাকের গয়নার প্রয়োজন মেটাচ্ছেন অলিম্পিক মেডেল দিয়ে।
মনু ভাকের এর এই জয় শুধু তার নিজের নয়, এই জয় গোটা ভারতবাসীর। জোড়া পদক পাওয়ায় মনু মানুষের অনেক ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে তার এই মেডেল গলায় ঝুলিয়ে যাওয়া টাকে অনেকেই মেনে নিতে পারছেন না। কেউ কেউ বলছেন, এটা খুবই বাড়াবাড়ি একটি বিষয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনু ভাকেরকে ট্রলের শিকার হতে হয়।
কিন্তু মনু ভাকেরকে যে যা খুশি বলুক ,যতই ট্রল করুক সে কিন্তু এইসব ব্যাপার একেবারেই গায়ে মাখেন না। তবে এই বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানান,”হ্যাঁ আমি অনুষ্ঠানে মেডেল পড়ে যাই, না যাওয়ার কি আছে?
এরপর তিনি এও বলেন পদক জেতার পরে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পাচ্ছি, এর আগে এতটা ডাক পেতাম না আর পেলেও বা বাড়ি থেকে কিংবা কোচের পারমিশন ছিল না যাওয়ার। তারা মনুকে আরো প্র্যাকটিস করতে বলতেই তার ওই ফলস্বরূপ এই জোড়া পদক জেতেন মনু। তিনি জানান অনেকেই তার এই জোড়া পদক দেখতে আগ্রহী সে কারণেই তিনি এই পদক দুটো নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, এতে কে কি ভাবলো বা কে কি বললো তাতে তার কিছু যায় আসে না।