ঘামে ভেজা শরীর, পেশীবহুল হাত, সোশ্যাল মিডিয়ায় মিরর সেলফি পোস্ট করলেন তৃনমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন ছবি

বরাবর শার্ট ও প্যান্টে দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু তিনিই যদি হঠাৎ পেশিবহুল হাতে, ঘামে ভেজা শরীরে জিম করার মাঝে সেলফি তোলেন তবে তাকে চেনে কার সাধ্যি। তাই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নিজস্বী। যদিও প্রথমে অনেকে বিশ্বাসই করতে পারেননি এটি তিনি। তবে অভিষেক তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার জন্য সকলেই আশ্বস্ত হয়েছেন।

শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন অভিষেক। সেখানে তাকে দেখা গিয়েছে, দুই হাতে গ্লাভস্ পরে রয়েছেন তিনি। তার পরনে রয়েছে জিম ভেস্ট ও শর্টস। দুই হাত দিয়ে ধরে রয়েছেন আইফোন। এমন সাজে মিরর সেলফি তুলেছেন তিনি। তার সারা শরীর ঘামে ভেজা। অভিষেককে এমন সাজে দেখতে কেউই অভ্যস্থ নন। তাই সকলেই চমকে গিয়েছেন প্রথমে। তবে পুজোর আগে অভিষেকের নতুন লুক সামনে আসায় মুগ্ধ অনেকেই।

যদিও অভিষেকের ঘনিষ্ঠ মহল বলছে অভিষেক শরীরচর্চায় বেশ সচেতন। নিয়মিত তিনি শরীরচর্চা করেন এবং খাওয়াদাওয়ার প্রতিও তিনি বেশ সংযমী। তাই তাকে এমন সাজে দেখে ঘনিষ্ঠ মহল মোটেই অবাক নন। অভিষেক নিয়মমাফিক চলাফেরা করেন এবং নিজের শরীরের প্রতিও যথেষ্ট সচেতন। এর পাশাপাশি বর্তমানে দেশের অন্যতম পরিচিত রাজনৈতিক মুখ তিনি। হিন্দি ও ইংরেজি ভাষায় পরিপক্ব হওয়ার জন্য জাতীয় স্তরে তার গ্রহনযোগ্যতা বেড়েছে অনেকটাই।

IMG 20250913 190144 TMs8NPfm6V

বর্তমানে রাজ্যের তৃনমুলের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সকলেই অভিষেককে মান্যতা দেন। অপারেশন সিঁদুরের সময় বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে তাকে। এমন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের শারীরিক সুস্থতার প্রতিও যে বেশ সচেতন ডায়মন্ড হারবারের তৃনমুল সাংসদ তা স্পষ্ট।

error: Content is protected !!