টলি পাড়ার জনপ্রিয় দম্পতি হলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছেন তারা। তাদের সুখের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম ধীর। দেখতে দেখতে তাদের ছেলে গত ১৬ই সেপ্টেম্বর দুই বছরে পদার্পণ করল। ছেলেকে নিয়ে তারা মাঝেমধ্যে বেড়িয়ে পড়েন। সময় সুযোগ হলে এবং কাজের থেকে ছুটি পেলে দেশ বিদেশে ঘুরতে বেড়িয়ে পড়েন তারা।
তেমনই এবার ছেলে ধীরকে নিয়ে গৌরব ও ঋদ্ধিমা গেলেন ইন্দোনেশিয়ার সমুদ্র উপভোগ করতে। ছোটো ছোটো পায়ে বাবা মায়ের সঙ্গে সেখানে সুইমিং পুলে সময় কাটালো ধীর। কখনও মায়ের সঙ্গে, আবার কখনও বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ধীরকে। ছেলে ধীরে ধীরে বড় হওয়ার পর তাকে নিয়ে নানান জায়গায় ঘুরতে বেড়িয়ে পড়েন গৌরব ও ঋদ্ধিমা। এভাবেই বিশ্বকে ধীরে ধীরে খুদে ধীরকে চেনাচ্ছেন তারা।
এর আগে থাইল্যান্ডে সমুদ্র দেখতে গিয়েছিল ধীর। বাবা মায়ের সঙ্গে জঙ্গল সাফারিও করেছে সে। সেই নানান মূহুর্তের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌরব ও ঋদ্ধিমা এবারও তার অন্যথা হলো না। ছেলে ধীরের সঙ্গে যেমন তারা ছবি দিয়েছেন তেমনই নিজেদের বিশেষ মূহুর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে গৌরব ও ঋদ্ধিমাকে দেখা গিয়েছে গৌরবের গালে ঋদ্ধিমা চুমু এঁকে দিয়েছেন।
এমন মিষ্টি মূহুর্তের একাধিক ছবি তারা পোস্ট করেছেন। আর তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। কিছুদিন আগে ছেলে ধীর-এর জন্মদিন গিয়েছে। এবার সে দুই বছরে পদার্পণ করল। আর তারই জমজমাট সেলিব্রেশনের আয়োজন করা হয়। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গৌরব ও ঋদ্ধিমা।