উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে টলিউড, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিলি করলেন ত্রাণ সামগ্রী

দুর্গা পুজোর আনন্দ কাটতে না কাটতেই ফের দুর্যোগ এসেছে বঙ্গে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে ভাসিয়ে নিয়ে গিয়েছে চারিদিক। দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জায়গায় নেমেছে ধস। আর তারফলে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। পুজোর কার্নিভাল শেষ করার পর অবশেষে সোমবার পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকার যেমন উত্তরবঙ্গের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তেমনই এবার টলিউড ইন্ডাস্ট্রিকে দেখা গেলো একই কাজ করতে।

পুজোর কার্নিভালে টলি পাড়ার সমস্ত তারকা হাজির ছিলেন। নাচগান ও উৎসবের তালে রবিবার তারা কার্নিভাল উদযাপন করেছেন। আর সেইসময় উত্তরবঙ্গের একাধিক জায়গার মানুষের মাথায় হারিয়ে গিয়েছে ছাদ, কারোর প্রিয়জন হারিয়ে গিয়েছে চিরতরে। আর তাই নিয়েই কটাক্ষের শিকার হতে হয়েছে টলি পাড়াকে। কেউ কেউ উত্তরবঙ্গকে ‘প্রিয় শ্যুটিং ডেসটিনেশন’ বলে টলি পাড়ার তারকাদের কটাক্ষ করতে ছাড়েননি। এবার এমন অবস্থায় উত্তরবঙ্গের পাশে দাঁড়ালেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি কথা দিয়েছিলেন উত্তরবঙ্গের পাশে থাকবেন। বুধবার কোচবিহার বাঁধের পাড় সংলগ্ন এলাকায় ফ্যানক্লাব মারফত ত্রাণ বিলি করলেন অভিনেতা। যদিও প্রসেনজিৎ সেখানে হাজির ছিলেন না। তবে তার ফ্যানক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের চাল, ডাল, আলু সহ একাধিক প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে। আর সেই মূহুর্ত ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ফ্যানক্লাবের তরফ থেকে। তবে শুধু প্রসেনজিৎ নন, টলিউডের সুপারস্টার দেব জানিয়েছেন, ঘাটাল থেকে উত্তরবঙ্গে ট্রাক বোঝাই ত্রাণ পাঠানো হয়েছে।

শনিবার রাতের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং-এর একাধিক জায়গায় নেমেছে ধস। এর পাশাপাশি তিস্তা, তোর্সা, জলঢাকার জল বেড়ে গিয়েছে। এর ফলে নদীর পাশে থাকা একাধিক বাড়ি, হোটেল জলের স্রোতে ভেসে গিয়েছে। ধস নেমে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। ইতিমধ্যে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির সাহায্যের কথা ঘোষণা করেছে। সবমিলিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে বেশ সঙ্গীন।

error: Content is protected !!