‘সন্তান’ দেখার পর কান্নায় ভেঙে পড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি, জড়িয়ে ধরলেন রাজ চক্রবর্তীকে

২০শে ডিসেম্বর মুক্তি পেলো টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’। ইতিমধ্যে ছবিটির স্পেশাল স্ক্রিনিং হয়ে গিয়েছে। এই স্পেশাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন টলি পাড়ার একাধিক তারকা। এর পাশাপাশি ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি।

এবার ছবির স্পেশাল স্ক্রিনিং-এর পর অনেকেই রাজ চক্রবর্তীর নতুন ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সিনেমা দেখার পর সেখানেই কান্নায় ভেঙে পড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ছবি দেখার পর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ছবিতে বাবা ও মায়ের সঙ্গে সন্তানের গল্প দেখানো হয়েছে।

বর্তমানে সমাজের দিকে তাকালে এমন অনেক দেখা যায় যেখানে সন্তানের সঙ্গে তার বাবা মায়ের কোনো সম্পর্ক থাকে না। আবার কেউ কেউ তার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এবং তাদের খোঁজ রাখে না৷ রাজ চক্রবর্তীর নতুন ছবি যেনো সেসব গল্প বলে।

এই ছবি দেখে চোখের জল বাঁধ মানবে না। তেমনই অভিনেত্রী কৌশানী নিজেকে সামলে রাখতে পারলেন না৷ অঝোরে কেঁদে ফেললেন। জড়িয়ে ধরলেন পরিচালক রাজ চক্রবর্তীকে। প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে স্পেশাল স্ক্রিনিং-এ হাজির হয়েছিলেন কৌশানী।

ক্যামেরা দেখে আড়ালে যাওয়ার চেষ্টা করেন কৌশানী। অভিনেত্রীর মা মারা গিয়েছেন কয়েক বছর। তার জীবনে বাবা মা গুরুত্বপূর্ণ। তার মা কিডনির সমস্যার জর্জরিত ছিলেন, শেষ রক্ষা হয়নি। মা’কে হারানোর পর কৌশানীকে আগলে রেখেছেন তার বাবা ও প্রেমিক বনি সেনগুপ্ত।

error: Content is protected !!